শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঈদগাঁও-ঈদগড় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

কক্সবাজার জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ১২:০১ এএম

ঈদগাঁও উপজেলার সাথে পার্শ্ববর্তী রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল সকাল ১০টার দিকে সড়কের ইদগড় ইউনিয়নের পানেরছড়া ঢালা নামক পয়েন্টটি আকস্মিকভাবে ভেঙে যায়।
ইদগড়ের বাসিন্দা জানে আলম জানান, রাস্তাটির প্রায় ১শ’ ফুটের মত নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে ঈদগাঁওর সাথে ইদগড়ের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ব্যবসায়ী জাফর আলম জানান, ঈদগাঁওর সাথে ইদগড়ের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় রাস্তার উভয় পাশে যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে আছে। সবজি বিক্রেতা আবদুল কাইউম জুয়েল জানান, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ঈদগড় বাইশারীর পাহাড়ি এলাকায় উৎপাদিত সবজি ঈদগাঁও বাজারে সরবরাহ করা যাচ্ছে না। কলার আড়তদার হামিদ সিকদার বলেন, ঈদগড়-ঈদগাঁও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিকল্প পথে বাইশারী-গর্জনিয়া-নাইক্ষ্যংছড়ি-রামু হয়ে কলা পরিবহন করতে হবে। এর ফলে কয়েকগুন বেশি পরিবহন খরচ পড়বে। ঈদগাঁও-সড়কের সিএনজি বেবিট্যাক্সি চালক নাগেন শর্মা বলেন, গত কয়েকবছর ধরে খরস্রোতা ঈদগাঁও নদীর মূল স্রোতধারা সড়কের পাশ দিয়ে প্রবাহিত হলেও ভাঙন প্রতিরোধ অথবা নদী শাসনের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে গেল। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, এ সড়কটি পার্বত্য চট্টগ্রাম সড়ক বিভাগের আওতাধীন।
খোঁজ খবর নিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন