শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোয়াখালীর হাতিয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ১১:২৪ পিএম

মেঘনা বেষ্টিত হাতিয়া উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত দুইদিন ১২জনের নমুনা টেস্টের পর ৮জনের করোনা শনাক্ত হয়েছে। মাত্র একমাস পূর্বেও জেলার ৯টি উপজেলার মধ্যে হাতিয়া উপজেলায় করোনা পরিস্থিতি নাগালের মধ্যে ছিল। কিন্তু ঈদুল আজহার এক সপ্তাহ পূর্ব থেকে পরিস্থিতি জটিল আকার ধারণ করে।

করোনা ইতিমধ্যে হাতিয়ায় ৭জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত অনেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছে। ফলে করোনা আক্রান্তের সঠিক সংখ্যা জানা যাচ্ছে না।

হাতিয়া রুটে চলাচলকারী যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম, চাঁদপুর ও ঢাকা থেকে মালবাহী নৌযান চলাচল করছে। হাতিয়া করোনা চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আক্রান্তদের জেলা শহর ও ঢাকায় প্রেরণ করা হচ্ছে। হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনা আক্রান্তদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং একাধিক মেডিকেল টিম সক্রিয় রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন