শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে লকডাউনের ষষ্ঠ দিনে ৭৮টি যানবাহনে মামলা ও আটক ১৩৬টি যান

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ১:৫৯ পিএম

কঠোর লকডাউনের ষষ্ঠ দিন গতকাল বুধবার সিলেটে ৭৮টি যানবাহনে মামলা ও আটক করা হয়েছে ১৩৬টি যান । একই সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে ৯৩ হাজার ৩০০ টাকা। বুধবার রাতে মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। যানবাহনে মামলা ও আটকের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে পৃথক ৫টি ভ্রাম্যমাণ আদালত বিধিনিষেধ ভঙ্গ করায় নগরের বিভিন্ন স্থানে ব্যক্তি ও প্রতিষ্ঠানে ৯৩ হাজার ৩০০ টাকা করা হয়েছে জরিমানা। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, মহানগর পুলিশের (এসএমপি) ক্রাইম, ট্রাফিক বিভাগ, ডিবি পুলিশ, পুলিশ লাইন্সের কর্মকর্তা এবং ফোর্স যৌথভাবে দিবারাত্রি ৪৬টি চেকপোস্টে কর্তব্য পালন করছে নগরের বিভিন্ন স্থানে। এছাড়া সকল থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র এলাকায় ৯৭টি টহল দল আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনে রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন