শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনার সুজানগরে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনার সুজানগর উপজেলা থেকে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ভিটবিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইমন হোসেন (১২) উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাঠিয়ান গ্রামের আয়েন উদ্দিনের পুত্র। সে কাদুয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। দরিদ্র পরিবারের মেধাবী ইমন লেখা-পড়ার খরচ মেটাতে ও সংসারে সহযোগিতা করতে স্কুল শেষে ইমন ব্যাটারি চালিত ভ্যান রিকশা চালাতো।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয় ইমন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে ভিটবিলা এলাকার রাস্তার পাশে একটি লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ইমনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ওসি আরো জানান, নিহতের মুখ কসটেপ দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ইমনকে শ্বাসরোধে হত্যার পর লাশ রাস্তার পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা । ঘটনাস্থল থেকে ফিরে সুজানগর থানার এস আই জাকারিয়া ইনকিলাবের পাবনা জেলা প্রতিনিধিকে মোবাইলে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে স্কুল ছাত্র ইমনের লাশ উদ্ধার করা হয়। তিনিও একই কথা বলেন, ভ্যান ছিনতাই করার জন্য ছিনতাইকারী দল তার ভ্যানে করে সম্ভবত: কাদোয়া দিকে যাচ্ছিল। পথিমধ্যে সুবিধাজনক নিরিবিলি স্থানে সন্ধ্যা থেকে রাতের যে কোন সময় তাকে হত্যা কওে লাশ রাস্তার পাশে ফেলে রেখে ভ্যান রিকশাটি নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। ইমনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে তাঁর সহপাঠী, স্কুলের শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। ওসি জানান হত্যা মামলা রুজু হয়েছে। পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে হত্যাকারীদের গ্রেফতারের জন্য। ইতোমধ্যেই পুলিশ জাল বিস্তার করেছে। সুজানগরের অপর পাড়ে পাংশা । রাজবাড়ি ও সংশ্লিষ্ট জেলার পুলিশকে অবহিত করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন