বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

১৯ ঘন্টা বিদুৎহীন কক্সবাজার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ৮:০৩ পিএম

বুধবার ২৮ জুলাই দিবাগত রাত সাড়ে ১১ টা থেকে ২৯ জুলাই সন্ধ্যা ৭ টা পর্যন্ত ১৯ ঘন্টা বিদ্যুৎ বিহীন ছিল কক্সবাজার। এতে মারাত্মক ভোগান্তি হয়েছে জনসাধারণের।

জানা গেছে, দমকা হাওয়ায় কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের কক্সবাজার সদরের ঝিলংজা পাওয়ার হাউজে গাছের ডাল পড়ে কয়েকটি ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এক পর্যায়ে পাওয়ার হাউজের ভেতরে আগুন লেগে কক্সবাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রকৌশলী, টেকনিশিয়ান সহ সকলে প্রাণান্তকর চেষ্টায় দীর্ঘ ১৯ ঘন্টা পর বৃহস্পতিবার ২৯ জুলাই বিকেল সাড়ে ৬টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হঠাৎ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়াতে বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়েছে। এতে তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন