শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

করোনায় দুই বছরে ৮ বিচারকের ইন্তেকাল

চিকিৎসাধীন ৫৯ জন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ১২:০৫ এএম

দুই বছরে করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ৮ জন বিচারক। বিভিন্ন আদালত এবং প্রেষণে কর্মরত বিচারক করোনা আক্রান্ত হয়েছেন ৩২৫ জন। এছাড়া আদালতসহায়র কর্মকর্তা-কর্মচারি করোনা আক্রান্ত হয়েছেন ৬৪০ জন। সর্বশেষ করোনা আক্রান্ত হয়ে এখন দেশের বিভিন্ন হাসপাতাল এবং নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন ৫৯ জন বিচারক। এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, করোনো প্রাদুর্ভাব শুরুর পর থেকে অদ্যাবধি দেশের বিভিন্ন আদালতে কর্মরত ৩২৫ জন বিচারক এবং ৬৪০ জন আদালত সহায়ক কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬৪ জন। দুই জন বিচারক কমরত অবস্থায় করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। করোনা আক্রান্ত সহায়ক কর্মচারীদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮৯ জন। ইন্তেকাল করেছেন ৮ জন। সর্বশেষ তথ্য অনুযায়ী, অধস্তন আদালতের ৫৯ জন বিচারক এবং ১৪৩ জন সহায়াক কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন