বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ভুল পরিকল্পনায় ভাঙতে হচ্ছে ৮০৫টি সেতু, সামাজিক মাধ্যমে ক্ষোভ-সমালোচনা

আব্দুল মোমিন | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ১২:৩৪ এএম

ভুল পরিকল্পনার কারণে ঢাকার মোহাম্মদপুরে বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত শহীদ বুদ্ধিজীবী (বসিলা ব্রিজ) সেতুসহ দেশের ৮০৫টি সেতু ভাঙতে হচ্ছে। বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হওয়ায় গুরুতর এই ভুল পরিকল্পনা নিয়ে ব্যাপক ক্ষোভ জানিয়েছেন সচেতন নাগরিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে সমালোচনার ঝড় বইছে। এত বড় ভুল পরিকল্পনার জন্য দায়ী কর্মকর্তাদের কঠোর শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

বলা হয়, যথেষ্ট উচ্চতা অনুযায়ী নির্মাণ না করায় বর্ষার সময় ব্রিজের নীচ দিয়ে কার্গো চলাচল করতে না পারার কারণে এসব ব্রিজ ভেঙ্গে পুণনির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ২ হাজার ৫৭৫ কোটি ৪২ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ১৫০ কোটি ৪২ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ৪২৫ কোটি টাকা।

এমন গুরুতর ভুল পরিকল্পনার সমালোচনা করে মনসুর আহমেদ লাহিন লিখেছেন, ‘‘এই ঘটনার দ্বারা প্রমাণিত হল যারা আমাদের নীতিনির্ধারক তারা একেবারেই দূরদর্শী নয় | নির্মাণের ১১ বছরের মাথাই বড় ধরণের ত্রুটি ধরা পড়ল। ভেঙে হয়তো আরেকটি নির্মাণ করা যাবে ,তবে এই আর্থিক ক্ষতির দায় কে নেবে?’’

ক্ষোভ প্রকাশ করে জোবায়ের আহাম্মেদ লিখেছেন, ‘‘ভাই এটাই বাস্তব। বাংলাদেশের প্লান অস্থায়ী যেকোন সময় ভেঙ্গে যায় বা ভাঙ্গা হয়। আর উন্নত দেশের প্লান দীর্ঘস্থায়ী। কারণ, আমাদের দেশের আর্কিটেক্ট যারা ব্রিজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে। এত সুন্দর প্রযুক্তি বিশ্বে আর কোন দেশ আবিষ্কার করতে পারেনি। বাংলাদেশেই প্রথম। আমাদের সরকার কোন খাতে তো কম বরাদ্ধ দেননি। তাহলে ,,,,।’’

মনজুর আলমের মন্তব্য, ‘‘কোন প্রকার ভাঙ্গা ভাঙ্গি করা যাবে না। আমার ধারনা ছিলো বাংলাদেশের কাজ গুলোর প্লান বেশি ভাগেই ভুল হচ্ছে আমার ধারনাই ঠিক হলো। তাই বলছি যা করেছেন করেছেন আর করিয়েন না। ভাঙ্গা ভাঙ্গি করার দরকার নাই যেমনই আছে তেমনই থাক পয়সা নষ্ট করার দরকার নাই। যদি ভুল হয়েই থাকে তাহলে নতুন করে সঠিক প্লান করে মানসম্মত যুগ উপযোগী মজবুত ও টেকসই হিসেবে তৈরি করুন। দেশের পয়সা আর অহেতুক নষ্ট করবেন না। দেশের মানুষের মন জয় করুন সবাইকে ভালোবাসতে শিখুন এতেই জাতির মঙ্গল বয়ে আসবে ইনশাআল্লাহ।’’

মাসুদ করিম ক্ষোভ জানিয়ে লিখেছেন, ‘‘আরে সরকার নিজেদের লোকদের সুবিধা দিতে গিয়ে হাজার হাজার কোটি টাকার ক্ষতি করছে এখন আবার ভাঙচুর করে নতুন করে আবার নিজেদের লোকদের খাওয়ানোর জন্য এই কাজ।’’

মোঃ মনোয়ার হোনাইন লিখেছেন, ‘‘অত্যন্ত দুঃখজনক.বাংলাদেশের মানুষের কষ্টের টাকা এভাবে অপচয় হবে, যারা এই (৮০৫) সেতু নকশা বা ডিজাইন করেছে এবং জড়িত তাদের সকলের লাইসেন্স এবং পদ বাতিলের দাবি জানাচ্ছি।’’

মোহাম্মদ আরিফ লিখেছেন, ‘‘টাকা যখন জনগণের ভাঙতে কার বা কি আসে যাই।ঘুরেফিরে সেই আবার জনগণের পকেটিই কাটা হবে।তাদের ঝুলি ভরা হবে।আমরা জনগণ চেয়ে চেয়ে দেখেই যাবো।’’

রাজু আহমেদের পরামর্শ, ‘‘ভাঙ্গতে এবং গড়তে যে টাকা খরচ হবে,সেটা হিসাব করে,যদি মাঝ খানে হাইড্রলিক্স জ্যাক লাগনো হয় প্রয়োজনে অতিরিক্ত চারটি ফিলার বানিয়ে,তাতে কেমন খরচ হবে,হিসাব করে ভাঙ্গলে ভাল ফল আশা করা যাবে।কিন্তু সে সময় কি দেবে সিন্ডিকেট টেন্ডার বাজরা,দুর্নীতি করতে হলে হিসাব কিতাব বাদ।’’

তবে ব্রিজ ভেঙ্গে পুণনির্মাণ করার পরিকল্পনাকে স্বাগত জানিয়ে আখতার জাহিদ লিখেছেন, ‘‘ভালো উদ্যোগ, দেশের নদীপথ ব্যবহার বাড়াতে হবে। দ্রব্যমূল্য কমাতে ও অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে এর বিকল্প নেই। শুধু ব্রীজের উচ্চতা সমস্যা তাই নয়, ব্রীজের দৈর্ঘ্য ও প্রস্ত নিয়েও ডিজাইনে সমস্যা আছে। সড়ক পথে চলাচলের সময় যে কেউ লক্ষ করলে দেখতে পাবেন।আর একটি যুগান্তকারী সিদ্ধান্তের অপেক্ষায় আছি, যেদিন পিচের রাস্তায় দুই পাশে রেইনট্রি এর পরিবর্তে তাল গাছ দেখতে পাবো।পিচের রাস্তায় পানি পড়ে, পানি জমে অতি দ্রুত পিচের কার্পেট নষ্ট হয়ে যায়। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ রাস্তা নষ্ট হয়ে যাওয়া। উন্নত দেশে এক ধরণের গাড়ি আছে গাছের ডাল ছাটাই করার জন্য।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (11)
Jin ৩০ জুলাই, ২০২১, ১:৪৫ এএম says : 0
Poisha bananor fondi. Na vangle churi korbe kothai. Begum parar barir taka ashbe kotha theke. Egulo JP or BNP toiri Bridge. Kajei vanga Tai shavabik. ...
Total Reply(0)
মোঃ আবদুর রহমান ৩০ জুলাই, ২০২১, ৭:৪২ এএম says : 0
সত্যিই হতভাগা জাতি আমরা। দেশ ও দেশের মানুষের প্রতি মমতা থাকলে এমন ঘটনা ঘটতো না। বৃটিশরা রেলপথ বানিয়েছে কতদিন আগে আজও বন্যায় ডোবে না। সৎ রাজনীতি না থাকলে কোন কাজই পরিকল্পনা মতো হবে না।গ্রামের মাটির বাড়ি টিকে ১০০ শত বছর, সরকারি কংক্রিটের বিল্ডিং টিকে ২০ বছর! দৃশ্য মান আয় ছাড়া যারা কুটি পতি হচ্ছে এদেরকে ক্রস ফায়ারে শেষ না করা পর্যন্ত এসব বন্ধ হবে না এ দেশে।
Total Reply(0)
আবদুর রাফি ৩০ জুলাই, ২০২১, ৯:১৭ এএম says : 0
আব্দুর রহমানের সাথে দেশে ৬০ ভাগ লোক একমত হবে। অবৈধ কোটি পতিদের ক্রসফায়ার দেয়া হইক। কিন্তু যারা ক্রসফায়ার দিবে তারাও একই দোষে দোষি। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে যাতে জনগণের টাকা লুটপাটকারিদের জনগণই হত্যা করতে পারে জনগণের হাতের অস্ত্র পুলিশকে দিয়ে পুলিশ ক্ষমতা পেয়ে জনগণকে হত্যা করছে। দুর্নীতিবাজদে লালন করছে গনতন্ত্র, সেকুলার, সংবিধান, অসাম্প্রদায়িক ঢালগুলো আমেরিকা ত বসেই আছে হাজার হাজার কোটি টাকা ঋণ দেবে আর বিনিময়ে দুর্নীতিবাজদে পালন করবে যারা দুর্নীতির মাধ্যমে টাকাগুলো আবার তাদের দেশেই পাচার করবে।
Total Reply(0)
Abu Abdullah Rashed ৩০ জুলাই, ২০২১, ৭:৪৩ পিএম says : 0
যারা রড এর পরিবর্তে বাঁশ ব্যবহার করে এখন তাদেরকে সাধুবাদ না দিয়ে উপায় নেই কারণ তারা জানে কিছুদিন পরে এটি ভাঙ্গা লাগবে তাই ভাঙতে যত সহজ হয় সেজন্য রড এর পরিবর্তে বাস ব্যবহার করাটাই যুক্তিযুক্ত।
Total Reply(0)
Md. Moydull ৩০ জুলাই, ২০২১, ৮:০৫ পিএম says : 0
নতুন করে লুটপাটের মহোৎসব চলবে সেই ধান্দা । সংশ্লিষ্টদের শাস্তি দেয়া হোক ।সেতুমন্ত্রী কে পদত্যাগ করানো হোক দেখি কেমন পারেন । জনগণের টাকা গুলো কি মাগনা আসে নাকি ? জনগণের টাকা গুলো এভাবে নষ্ট করার কোন অধিকার কারো নেই ।
Total Reply(0)
A Alim ৩০ জুলাই, ২০২১, ৮:৫৩ পিএম says : 0
ওই project এর সাথে যারা জড়িত ছিলো তাদের প্রত্যেকে আইনের আওতায় আনা হক। তবে ঠিকাদার দোষি নয় সে ডিজাইন অনুসারে কাজ করছে। কোনো ব্রিজ না ভাঙ্গে বিকল্প পথ তৈরী করা হোক। কারণ ভাঙ্গতে অনেক খরচ আছে। সরকার যদি ওই project টা আইনের আওতায় না আনে তাহলে সরকার দায়ি থাকবে। ওই এলাকার কোনো জনপ্রতিনিধি ওজ্ঞাত নামে project উল্লেখ করে মামলা দিয়ে রাখতে পারে তাতে সরকার ক্ষমতা চুন্ন হলে পরবর্তী সরকার পদক্ষেপ নিতে পারে।।
Total Reply(0)
আরেকবার আরো ১০০০ ব্রিজ করুন, আবার নকশায় ভূল আছে বলে ভেংগে ফেলুন, টাকা গেলে জনগণের যাবে আপনার কি হবে!!
Total Reply(0)
মোহাঃহারুন উর রশীদ, ঝিনাইদহ ৩০ জুলাই, ২০২১, ৯:৪৯ পিএম says : 0
আমি তো মনে করি সব ব্রিজ ভেংগে ফেলা উচিৎ। এর পর আদিম যুগের মানুষের মতো চলা ফেরা শুরু করা উচিৎ। আল্লাহ তুমি উপরে তুলে নাও এমন খবর পড়তে চাই না।
Total Reply(0)
Ferdous Shanchoy ৩১ জুলাই, ২০২১, ১২:০৪ এএম says : 0
ফাইজলামী বাদ দে। কোন ব্রীজ ভাঙ্গতে পারবি না। জনগণের টাকার কি মূল্য নাই? না'কি টাকা বলদের ... দিয়া বাইর হয়?
Total Reply(0)
Hasan ৫ আগস্ট, ২০২১, ৪:২৫ পিএম says : 0
বাংলাদেশে একটা ব্রিজের জন্য যেখানে ১০০ কোটি লাগে সেখানে ১৫০,২০০ কোটি বাজেট করা হয় তারপরও ভূল হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন এই কাজের সাথে সংশ্লিষ্ট যারা তাদের সবাইকে বরখাস্ত করা হোক, জরিমানা করা হোক,শাস্তি দেয়া হোক।
Total Reply(0)
Zakir hossain ৬ আগস্ট, ২০২১, ৮:৩৪ পিএম says : 0
চোর বাটপারে দেশ ভরে গেছে। নতুন করে টাকা কামানোর পায়তারা। এদের কি মরনের ভয় নেই !!
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন