বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা চাইলেন বান্নাহ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ১২:৪৩ পিএম

ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে গত ২৫ জুলাই প্রচার হয় জনপ্রিয় নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ'র নাটক 'দ্য টিচার'। একই দিন সেটি ইউটিউব চ্যানেলেও প্রকাশ হয়। নাটকের একটি সংলাপে 'এগ্রিকালচার' শব্দটি ব্যবহার করা নিয়ে বেশ ক’জন দর্শকের পক্ষ থেকে নাটকটির বিরুদ্ধে অভিযোগ ওঠে নাটকটিতে ‘এগ্রিকালচার’ শব্দটিকে গালি হিসেবে ব্যবহার করা হয়েছে। যে সংলাপের কারণে দেশের কৃষি ও কৃষকদের সরাসরি অবমাননা করা হয়েছে । তাই নয়, এই বিষয় গণমাধ্যমে খোদ লিখিত অভিযোগ জানায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ।

কৃষিবিদ ইন্সটিটিউটের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য ক্ষমা চেয়ে বান্নাহ বলেন, ‘সত্যিকার অর্থেই অতি অসাবধানতাবশত এই অনাকাঙ্ক্ষিত ভুলটি হয়েছে। আমার বেশিরভাগ কাজই সমাজ ও দেশের মানুষের জন্য সঠিক, সৎ ও গঠনমূলক বার্তা থাকে। আমার কাজে কেউ ভুল মেসেজ পাক এটি মোটেও আমার কাম্য নয়। আমার পূর্ববর্তী এবং এই কাজটিতেও চেয়েছি মানুষকে ভালো মেসেজ দিতে। কিন্তু শব্দ প্রয়োগজনিত এই বিষয়টি ভুল হয়েছে। যেটি আমি স্বীকার করি। কৃষি, কৃষক বা কৃষি সংশ্লিষ্ট প্রত্যেকটি মানুষের প্রতি আমার আপ্রাণ শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা। আমার দাদাও একজন কৃষক ও একজন স্কুলশিক্ষক ছিলেন। আমার পরিবারের মূলে, রক্তে, শিরাতে রয়েছে কৃষি।’

এর আগে গণমাধ্যমে লিখিত অভিযোগে কৃষিবিদ ইন্সটিটিউট জানায়, সংলাপটি গালি বা ব্যঙ্গ করে বলা হয়েছে। যা কৃষির সঙ্গে সংশ্লিষ্ট সকলের অনুভূতিতে আঘাত হেনেছে। বৃহস্পতিবার এক প্রতিবাদ লিপিতে ইন্সটিটিউট বলেছে, ‘বর্তমান বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো কৃষি। বিশ্ব দরবারে বাংলাদেশের কৃষি এখন রোল মডেল। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেখানে কৃষি অদম্য সফলতা পাচ্ছে সেখানে এ রকম একটি ডায়লগ কুরুচির পরিচায়ক। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এই নাটকটি প্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।'

কৃষিবিদ ইন্সটিটিউট দাবি জানিয়ে বলে, 'বঙ্গবন্ধুর সোনার বাংলায় কৃষিকে হেয় প্রতিপন্ন করা নাটকটি সরিয়ে ফেলতে হবে এবং অনতিবিলম্বে এহেন নিম্ন মানসিকতা ও আপত্তিকর ডায়ালগের জন্য নাটকের নির্মাতাসহ সংশ্লিষ্ট সকলকে জাতির কাছে ক্ষমা চাওয়ার জোর দাবি জানানো হলো।'

‘দ্য টিচার’ নাটক সম্পর্কে জানা যায়, এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। আর সংলাপটি এসেছে জনপ্রিয় ফুড ব্লগার রাফসান দ্য ছোট ভাই নামে পরিচিত তরুণ অভিনেতা ইফতেখার রাফসানের মুখ থেকে। নাটকের অভিযুক্ত দৃশ্যে দেখা যায়, দুই বন্ধুর কথোপকথন। যেখানে এক বন্ধু নানাভাবে বোঝায় মেয়েদের কীভাবে রাজি করাতে হয়। বিষয়টি পছন্দ হয় না অপর বন্ধুর। তখন তিনি বলেন, ‘তুই একটা এগ্রিকালচার।’

এর আগে এই ঈদেরই রুবেল হাসান পরিচালিত ‘ঘটনা সত্য’ নাটকে বিশেষ শিশুদের ভুল ব্যাখ্যায় উপস্থাপনের দায়ে ইউটিউব থেকে এটি সরিয়ে নেওয়া হয়। দফায় দফায় নাট্য সংগঠনগুলো বিবৃতি দিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন