শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

সিআরবিকে বাঁচান

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২১, ১২:০৪ এএম

সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) বাংলাদেশের চট্টগ্রামের টাইগার পাস সংলগ্ন পাহাড়ী এলাকায় অবস্থিত। ব্রিটিশ আমল থেকে সিআরবি ভবনকে ঘিরে শতবর্ষী গাছ-গাছালি, পিচঢালা আঁকাবাঁকা রাস্তা, ছোট-বড় পাহাড়-টিলা আর নজরকাড়া বাংলোগুলো ঘিরে মন জুড়ানো এক প্রাকৃতিক পরিবেশ রয়েছে এখানে। নগরবাসী স্থানটিকে চট্টগ্রামের ‘ফুসফুস’ বলে আখ্যা দিয়ে থাকেন। কিন্তু এখানে বড় একটি হাসপাতাল নির্মাণ প্রক্রিয়া শুরু করে সেই ‘ফুসফুস ধ্বংসের উদ্যোগ নিয়েছে রেলওয়ে। সব শ্রেণি-পেশার মানুষের বাধা ও মতামত উপেক্ষা করে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে সিআরবিতে ৫০০ শয্যার হাসপাতাল ও ১০০ আসনের মেডিকেল কলেজ নির্মাণের সব আয়োজন প্রায় চূড়ান্ত। ইতোমধ্যে ইউনাইটেড হাসপাতাল পরিচালনা কর্তৃপক্ষ ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানির সঙ্গে চুক্তিও করেছে রেলওয়ে। ২০২০ সালের ১৮ মার্চ রেলের সঙ্গে চুক্তি করার পর এখন হাসপাতাল নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে ইউনাইটেড কর্তৃপক্ষ। মনোরম এ এলাকায় একবার বাণিজ্যিক আগ্রাসন শুরু হলে সেটা আর আটকানো যাবে না। এরই প্রেক্ষিতে চুক্তি করলেও সিআরবিতে হাসপাতাল চান না খোদ রেলওয়ের শ্রমিক-কর্মচারীরাও। গাছ-গাছালিতে আচ্ছাদিত নয়নাভিরাম এই উন্মুক্ত পরিসরটিও যদি অবশেষে না থাকে, মানুষ যাবে কোথায়! চট্টগ্রামে অনেক খালি জায়গা আছে, যেখানে হাসপাতাল করা যায়। এমতাবস্থায় বিজ্ঞমহলের মতামত এবং নগরবাসীর প্রতিবাদ আমলে নিয়ে যেকোনো মূল্যে সিআরবির প্রাকৃতিক পরিবেশ রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি।

মো. মারুফ মজুমদার
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন