বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্রথম ধাপে ২৫০০ আফগানকে নিয়ে গেল যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২১, ১২:০৪ এএম

নিরাপদ আশ্রয় দিতে প্রথম ধাপে আফগানিস্তান থেকে অনুবাদক ও তাদের পরিবারের সদস্যদের মিলিয়ে ২৫০০ জনকে নিয়ে গিয়েছে যুক্তরাষ্ট্র। তাদেরকে ওয়াশিংটন ডিসির নিকটে ফোর্ট লি সামরিক ঘাঁটিতে রাখা হবে। এখান থেকেই তাদের বিশেষ অভিবাসী ভিসা (এসআইভি) প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

২০০১ সালে আফগানিস্তানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। এই সময়ে আফগানিস্তানের যেসব নাগরিক যুক্তরাষ্ট্র সরকারের পক্ষে দোভাষী বা অন্য কোনো ভ‚মিকায় কাজ করেছেন তাদেরকে বিশেষ অভিবাসী ভিসায় (এসআইভি) যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছে।

আগামী ৩১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার করে নেবে। এরই মধ্যে আফগানিস্তানে তৎপরতা বাড়িয়েছে তালেবান। যুক্তরাষ্ট্র চলে গেলে তাদের হয়ে যারা কাজ করেছেন তালেবানের কাছে তাদের জীবন হুমকির মুখে পড়তে পারে। সেকারণেই এসব আফগান নাগরিককে যুক্তরাষ্ট্র সরিয়ে নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ২০০৮ সাল থেকে ৭০ হাজার আফগান নাগরিক বিশেষ অভিবাসন ভিসা পেয়েছেন। তাদেরকে পুনর্বাসন করা হয়েছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন