মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ওমান উপকূলে ইসরাইলি জাহাজে হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২১, ১২:১৩ এএম

আরব উপসাগরের ওমান উপকূলে ইসরাইলের একটি ব্যবসায়িক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ব্রিটিশ সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। ইসরাইলের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেননি। ফলে ঘটনায় কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনও জানা যায়নি।
ওমান উপকূলে ইসরাইলি হামলার বিষয়ে ব্রিটিশ সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ওমানের উত্তরপূর্ব দ্বীপ মাসিরাহতে এ হামলা হয়। এ বিষয়ে একটি তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে। হামলার ঘটনাস্থল ওমানের রাজধানী মাসকত থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণপূর্বে। ঘটনার বিষয়ে ওমান কিংবা আরব সাগরে টহলরত যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ফিফথ ফ্লিটও কোনো মন্তব্য করেনি।
ওমান উপকূলে এমন এক সময় ইসরাইলের জাহাজে হামলা হলো যখন-ইরানের সঙ্গে দেশটির চরম উত্তেজনা বিরাজ করছে। আগামী সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দায়িত্ব নিতে যাচ্ছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব শক্তির পরমাণু চুক্তি আলোচনা স্থগিত আছে। সূত্র : এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন