শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

টিকা নিয়েও করোনায় আক্রান্ত নির্মাতা ফারুকী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২১, ১১:৪৬ এএম | আপডেট : ১২:৩৬ পিএম, ৩১ জুলাই, ২০২১

এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আজ শনিবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই নির্মাতা।

মোস্তফা সরয়ার ফারুকী তার পোস্টে লিখেছেন, “পজিটিভ। কঠোরভাবে সব নিয়ম-কানুন মেনে চলেছি তবুও। সকলে সাবধানে থাকবেন।

এদিকে, মাত্র একদিন আগেই নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী-সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন।

উল্লেখ্য, গত ২৬ জুলাই বেশ মজা করে টিকা নেওয়ার খবর দিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। ফেইসবুকে নিজের ছবিও পোস্ট করেছিলেন। এবার ‘পজিটিভ’ লিখেই শনিবার দিলেন খারাপ খবরটি।

সম্প্রতি প্রথমবারের মতো ওয়েব সিরিজ বানিয়েছেন ফারুকী। জি ফাইভে প্রকাশ হওয়া ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছে। মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ আড়াই বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে। পরের ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মুক্তি পাবে। এছাড়া ঘোষণা দিয়েছেন ‘আ বার্নিং কোয়েশ্চেন’ নামের ছবির।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
শওকত আকবর ৩১ জুলাই, ২০২১, ১১:৫৭ এএম says : 0
টিকা নিলেও করোনা আক্রান্ত টিকা নিয়ে লাভ কি।
Total Reply(0)
Fardous Hasan Sani ৩১ জুলাই, ২০২১, ২:৫৭ পিএম says : 0
বাংলাদেশের গুনী নির্মাতা
Total Reply(0)
Abdus Samad ৩১ জুলাই, ২০২১, ২:৫৭ পিএম says : 0
টিকা নিলে করোনা হবে না কে বলেছে এটা?
Total Reply(0)
কিরন ৩১ জুলাই, ২০২১, ২:৫৮ পিএম says : 0
টিকা নেওয়ার পর আমিও আক্রান্ত হয়েছি, তাতে কি? টিকা নেওয়ার পর যারা আক্রান্ত হবেন তাদের মৃত্যেু ঝুকি থাকে না। তাই সবাইকে আহ্বান টিকা নিন। বাজে মন্তব্য বা বিভ্রান্তকর তথ্যর প্রতি আকৃষ্ট না হওয়াই সঠিক পথ বলে মনে করি।
Total Reply(0)
গিয়াস উদ্দিন ৩১ জুলাই, ২০২১, ৩:০১ পিএম says : 0
আপনি যে টিকাই নেন না কেন সেটা নিলেই যে আর কোনোদিন করোনা হবেনা বা হলেও আপনার ক্ষতি করতে পারবে না এটা ভাবা একেবারেই বোকামী।
Total Reply(0)
মোঃ ইব্রাহীম মোঃ ইব্রাহীম খলিল ৩১ জুলাই, ২০২১, ৫:১৮ পিএম says : 0
টিকা নেওয়া হয় করোনা না হওয়ার জন্য। এখন যদি টিকা নওয়ার পর করোনা হয়, তহলে মানুষ টিকা নেওয়া থেকে আগ্রহ হারিয়ে ফেলবে
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন