বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রকাশ্যে এলো হাবিবের ৬ ভক্তের লেখা গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২১, ১:২৬ পিএম

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে হাবিবের নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয় গানের জনপ্রিয় জুটি হাবিব-ন্যান্সির নতুন গান ‘বৃষ্টি যদি আর না থামে আজ’। মজার বিষয় হলো গানটি লিখেছেন হাবিবের ৬ জন ভক্ত। মূলত হাবিব ওয়াহিদের লেখা ‘বৃষ্টি যদি আর না থামে আজ’ লাইনটিকে বাড়িয়ে নিয়ে গেছেন তারা। সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই।

হাবিব ওয়াহিদ বলেন, ‘এটি খুবই মজার ও ইউনিক। ঈদুল আজহার আগের লকডাউনে আমি একটি লাইন লিখি ফেসবুক পেজে এবং জানাই, যারা আগ্রহী তারা যেন একজনের পর আরেকজন বাক্য লিখে একটি অর্থবহ কিছু তৈরি করেন। আমি অভিভূত হয়ে গেছি। সবাই এত সুন্দর সুন্দর লাইন লিখেছেন!’

উল্লেখ্য, গত ৫ জুলাই সংগীত তারকা হাবিব ওয়াহিদ তার ফেসবুক পেজে লিখলেন ‘বৃষ্টি যদি আর না থামে আজ’। এরপর কী হবে, তা অনুসারীদের লিখতে বলেন। স্বাভাবিকভাবেই হাজারো মন্তব্যে ছেয়ে যায় পোস্টটি। আর সেই থেকেই হাবিব নতুন একটি গান তৈরির উদ্যোগ নেন। যেটার কথা লিখবেন তারই ভক্তরা। অবশেষে বিশেষ সেই গান প্রকাশ্যে এসেছে। এর আগে কোনো সংগীতশিল্পী এমন আয়োজনে গান করেননি।

সব ভক্তদের লেখা নিতে না পারায় হাবিব দুঃখ প্রকাশ করে বলেন, ‘কিন্তু সবার লাইন নিতে পারিনি আমি। একটি গান তৈরির জন্য যেমন হলে ভালো হয় সেই কটি লাইন রাখতে হয়েছে। গানটি চূড়ান্ত হওয়ার পর মনে হয়েছে এটি দ্বৈত হলে ভালো হয়। তখন ন্যান্সিকে যুক্ত করি।’

গানটি প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এটা খুবই ইউনিক একটা আইডিয়া। এমন হয়েছে যে একটা গান দুইজন লিখেছে। কিন্তু একটা গান ৬ জন ৬ প্রান্ত থেকে লিখেছে এমনটা কখনোই হয়নি। এরকম একটা প্রজেক্টের অংশ হওয়াটা আমার কাছে অনেক সন্মানের।’

হাবিব ওয়াহিদের যে ৬ জন ভক্ত গানটি লিখেছেন তারা হলেন-ইবরিয়াদ হাসান পুলক, ক্যাথরিন আলো মারদি, জাহিদ হাসান রাকিব, মুকুল চন্দ্র রায়, সুফিয়ান খান ও সাদাত হোসাইন। এদের মধ্যে ইবরিয়াদ হাসান, সুফিয়ান খান ও মুকুল চন্দ্র রায়ের লেখায় কণ্ঠ দিয়েছেন হাবিব এবং ক্যাথরিন আলো, সাদাত হোসাইন ও জাহিদ হাসান রাকিবের লেখায় কণ্ঠ দিয়েছেন ন্যান্সি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন