বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ট্রাক বাস মাইক্রো মোটরবাইকে ঢাকামুখী জনস্রোত

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২১, ৬:৫৫ পিএম | আপডেট : ৬:৫৬ পিএম, ৩১ জুলাই, ২০২১

গার্মেন্টস খুলে দেওয়ার খবরে ঢাকামুখী মহাসড়কে শুরু হয়েছে জনস্রোত। খোলা ট্রাকে হাজার টাকা, বাসে দেড় হাজার, মাইক্রোবাসে দুই হাজার টাকা ভাড়ায় চলছে গার্মেন্টস শ্রমিকদের ঢাকা যাত্রা।

শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বগুড়ার বনানী, মাটিডালি, তিনমাথা, চারমাথা এলাকায় শতশত যানবাহনে ছুটছে ঢাকার দিকে মানুষ। মহাসড়কে শুধু মানুষবাহী যানবাহনের বিরামহীন ছুটে চলা।

বিকালে বনানী মোড়ে এই দৃশ্য দেখে পথচারী বাদল চৌধুরী বললেন, এত মানুষ আটকা পড়ে ছিলো লকডাউনে ?

শনিবার সকাল থেকে খোলা ট্রাকে গাদাগাদি করে মানুষ বৃষ্টিতে ভিজছিল, রোদে পুড়ছিলো। তবুও তাদের একটাই টার্গেট রোববার কর্মস্থলে যোগ দিতেই হবে, বললো ঈদের ছুটিতে আসা মনির হোসেন। তাদের এখন একটাই দাবি, যে কোন প্রকারে তাদের ঢাকা যেতে দেওয়া হোক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন