শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

হেড অফ মিডিয়া খুঁজছে বাফুফে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২১, ৭:৪৮ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হেড অফ মিডিয়া খুঁজছে। আহসান আহমেদ অমিতের মৃত্যুর পর বাফুফের হেড অফ মিডিয়ার পদটি শূন্য হয়েছে। সেই শূন্যপদ পূরণে বিডি জবসের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। সেখানে উল্লেখ করা আছে যে, বাফুফের হেড অফ মিডিয়া পদে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ২ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অথবা এই সম্পর্কিত বিষয়ে স্নাতকধারী হতে হবে। পাশাপাশি গণমাধ্যমে কাজ করার ১০ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে সমান দক্ষতা থাকাসহ সামাজিক মাধ্যম এবং ওয়েবসাইট পরিচালনায় দক্ষ হতে হবে। এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা বাফুফের হেড অফ মিডিয়া পদে আবেদন করতে পারবেন।

উল্লেখ্য বাফুফের সর্বশেষ হেড অফ মিডিয়া আহসান আহমেদ অমিত দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। তার অসুস্থতার সময় খালিদ মাহমুদ নওমী বাফুফের মিডিয়া বিভাগ সামলেছেন। অমিত গত ৩০ জুন ভারতের দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মাত্র ৪৩ বছর বয়সে ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর নওমী বাফুফের মিডিয়া বিভাগ সামলালেও এখানে জনবল খুবই কম। নাওমী ছাড়া ফটোগ্রাফার হিসেবে আব্দুল কাদের চুক্তিভিত্তিক নিয়োগ আছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন