শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ার তিন হাসপাতালে করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩৭

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২১, ১২:২৪ পিএম

বগুড়ায় করোনায় ও উপসর্গ নিয়ে আরও ১৬জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৭ জন এবং উপসর্গে ৯জন মারা গেছেন।
বগুড়াবজেলার তিনটি হাসপাতালে শনিবার সকাল ৮টা থেকে পরের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের হলো, সারিয়াকান্দির রহিমা(৬০), সদরের তৌহিদা খানম(৭০), সদরের বিউটি বেগম(৪৫) এবং সোনাতলার জহুরুল ইসলাম(৭৯)।
এছাড়াও বগুড়ার বাইরের জেলার তিনজন বাসিন্দা চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা গেছেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন রোববার বেলা সাড়ে ১১টায় অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।
তিনি জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৫৭৭ নমুনায় নতুন করে আরও ১৩৭জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৩ দশমিক ৭৪ শতাংশ। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) এর পিসিআর ল্যাবে ২৮২নমুনায় ৫১জন, জিন এক্সপার্ট মেশিনে ১২ নমুনায় ৫, এন্টিজেন পরীক্ষায় ২৫২ নমুনায় ৬৬জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩১ নমুনায় ১৫জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৯৯৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৬১জন। এছাড়া জেলায় ১ হাজার ৫৬১জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন