শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মহিলা মেম্বারকে মারপিট, খুলনায় উপজেলা আ.লীগের সা. সম্পাদক গ্রেফতার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২১, ১:৫১ পিএম

খুলনায় মহিলা মেম্বারকে মারপিটের মামলায় তেরখাদা উপজেলা আওয়ামীলীগ সাধারণ ক ও বারাসাত ইউনিয়নের চেয়ারম্যান কেএম আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার সকালে তেরখাদা থেকে তাকে গ্রেফতার করে খুলনা সদর থানা পুলিশ। এ মামলায় চেয়ারম্যানসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, মিল্টন মুন্সি (৪৫) ও সোহাগ মুন্সি (৩৪)। গ্রেফতারের পর তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত ২৮ জুলাই বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে একই ইউনিয়ের ৪,৫,৬ নং ওয়ার্ডের সদস্য রিনা বেগম।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৮ জুলাই সকাল সাড়ে ১০ টায় খুলনা থানাধীন জেলখানা ঘাটস্থ টোল প্লাজার সামনে মেম্বার রিনা বেগমকে মারপিট করেন গ্রেফতারকৃত ব্যক্তিরা। এছাড়া তারা ওই নারী মেম্বারের কাছে থাকা ১৫ হাজার ২০০ টাকা লুটে নেয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন বলেন, 'আজ সকালে মামলার তিন আসামীকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।'

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন