শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরে গণভোটের আয়োজন করতে হবে : খেলাফত মজলিস

প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যকার সম্প্রতি সামরিক উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, দু’টি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হলে তা এ অঞ্চলের জন্যে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই কোনভাবেই এ অঞ্চলে যুদ্ধ কাম্য হতে পারে না। একই সাথে, ঐতিহাসিকভাবে কাশ্মীর স্বাধীন সত্তাবিশিষ্ট একটি ভূখ-। কাশ্মরী জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে কাশ্মীরে হাজার হাজার মানুষের রক্ত ঝরেছে, এখনো ঝরছে। কিন্তু অস্ত্রের মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয়। কাশ্মীরী জনগণের মতামতের ভিত্তিতেই কাশ্মীরের  সমস্যা সমাধান সম্ভব। তাই কাশ্মীরে আর রক্ত না ঝরিয়ে জাতিসংঘের ৪৭ (১৯৪৮) নং প্রস্তাব অনুযায়ী অবিলম্বে কাশ্মীরে একটি গণভোটের আয়োজন করতে হবে।  গতকাল সংগঠনের বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজবিুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে নেতৃবৃন্দ একথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  অধ্যাপক এম কে জামান, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল,  অধ্যাপক আবদুল হালিম, মাওলানা নোমান মাযহারী,  এডভোকেট মো: মিজানুর রহমান, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক কে এম আলম, মাওলানা তোফাজ্জল  হোসেন, মাওলানা আজিজুল হক প্রমুখ।  বৈঠকে সিরিয়ার আলোপ্পতে যুদ্ধের কারণে আটকে পড়া খাদ্য-পানিহীন ২০ লক্ষ মানুষের ভয়াবহ মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে সাধারণ মানুষকে ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্যে জাতিসংঘকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন