মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

উচ্ছেদের ঝুঁকিতে লাখ লাখ মার্কিনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

কোভিড-১৯ মহামারীতে আবাসিক বাসভবন থেকে ভাড়াটিয়া উচ্ছেদে যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে শনিবার মধ্যরাতে। এর ফলে লাখ লাখ আমেরিকান উচ্ছেদের ঝুঁকিতে পড়তে যাচ্ছেন। রয়টার্স জানিয়েছে, এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য তা একটি বড় ধাক্কা হয়ে আসবে। বৃহস্পতিবার রাতেও শেষ চেষ্টা হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে অনুরোধ জানিয়েছেন, যাতে তারা এই নিষেধাজ্ঞা বাড়ায়। করোনাভাইরাসের ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় মানুষকে গৃহহীন হওয়ার ঝুঁকি থেকে বাঁচাতে এই অনুরোধ করেছেন তিনি। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের অধিবেশন শেষ হয় ভাড়াটিয়াদের সুরক্ষার বিষয়টি আলোচনা না করেই। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর একটি প্রস্তাব কংগ্রেসে তোলা হলেও রিপাবলিকান দলের সদস্যদের বিরোধিতায় তা আটকে যায়। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট দলের কংগ্রেস সদস্যদের কিছু অংশ অবকাশ যাপনে থাকায় তারা এই প্রস্তাবটি আনুষ্ঠানিক ভোটের জন্য পরিষদে তুলতে পারেননি বলে জানিয়েছে সিএনএন। যুক্তরাষ্ট্রের সিনেট একটি বিরল শনিবারের অধিবেশনে বসলেও সেখানে ভাড়াটিয়া উচ্ছেদে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়নি। হোয়াইট হাউজ অবশ্য আগেই জানিয়েছে, জুনে সুপ্রিম কোর্টের একটি রুলিংয়ের কারণে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার আইনি কর্তৃত্ব এ মুহূর্তে নেই তাদের। অ্যাসপেন ইনস্টিটিউট এবং কোভিড-১৯ ইভিকশন ডিফেন্স প্রজেক্ট পরিচালিত এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের ৬৫ লাখ বসতবাড়ির দেড় কোটির বেশি বাসিন্দা ভাড়া পরিশোধে পিছিয়ে আছে। বাড়িওয়ালাদের কাছে তাদের মোট দেনা ২০০ কোটি ডলারের বেশি। ডেমোক্র্যাট দলের সিনেটর এলিজাবেথ ওয়ারেন শনিবার বলেন, “এ দেশের প্রতিটি রাজ্যে, পরিবারগুলো খাবার টেবিলের সামনে বসে ভাবছে কীভাবে তারা একটি বিপর্যয়কর, বিঘ্ন সৃষ্টিকারী ও অপ্রয়োজনীয় উচ্ছেদ থেকে নিজেদের রক্ষা করবে।” ডেমোক্র্যাট দলের প্রতিনিধি পরিষদের সদস্য কোরি বুশ এবং অন্যরা ইউএস ক্যাপিটলের সামনে বসে শুক্রবার রাত পার করেছেন যাতে আইনপ্রণেতারা এই নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দেয়। শনিবার কোরি বুশ প্রশ্ন তোলেন, যদি উচ্ছেদ করা হয় তাহলে বাবা-মায়েরা কীভাবে শিশুদের যতœ নেবেন, নিজেরা কাজে যাবেন। “একটি প্রাণঘাতি বৈশ্বিক মহামারী চলার সময় আমরা জনগণকে রাস্তায় নামিয়ে দিতে পারি না।” তবে এই স্থগিতাদেশের বিরোধিতা করছেন বাড়িওয়ালা গোষ্ঠী এবং বাড়িওয়ালাদের একটি অংশ ভাড়া থেকে আয় বন্ধ থাকার কারণে তাদে বন্ধকীর কিস্তি, কর ও বিমার অর্থ পরিশোধ করতে হিমশিম অবস্থায় পড়েছেন। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন