বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

২ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

কুষ্টিয়ার খোকসায় অবৈধ রং, ফিটকিরি, চিটাগুড় মিশিয়ে আখের ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খোকসা উপজেলা সদরের ডাকবাংলো মোড়ে দিলীপ ট্রেডার্স নামের ওই ভেজাল আখের গুড় তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করেন কুষ্টিয়া র‌্যার-১২ এর ইস্কাটন লিডার মোহাম্মদ ইলিয়াস খানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কারখানার মালিক কৌশলে পালিয়ে গেলেও কারখানার দুই কর্মচারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করেন আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. সবুজ হাসান।
দণ্ডপ্রাপ্ত কর্মচারীরা হলেন, খোকসা ইউনিয়নের রতনপুর গ্রামের রশিদ হোসেনের ছেলে রেজউল ইসলাম ও রব্বান শেখের ছেলে রশিদ হোসেন জাহাঙ্গীর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন