শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শরীয়তপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

শরীয়তপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

শরীয়তপুর সদরে কর্মরত অটোরিকশা ও রিকশা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা খাদ্যসামগ্রী বিতরণ করেন করা হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকাননে এই সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। এ সময় সদর উপজেলার নির্বাহী অফিসার মনদীপ ঘরাইসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, এই কঠোর লকডাউনে আপনারা এখনও যাত্রী পরিবহন করছেন। আমরা রাস্তায় নামলে আপনারা গোপনে চলে যান। তখন রাস্তা ফাঁকা হয়ে যায়। আবার আমরা চলে গেলে আপনারা রাস্তায় নেমে পড়েন। করোনার প্রথম থেকেই আমরা আপনাদেরকে সরকারি সহায়তা দিয়ে আসছি। আপনারা একবার ভাবুন পরিবার আপনাদের থেকে কতটুকু নিরাপদ রয়েছে। ঢাকা বিভাগের মধ্যে শরীয়তপুরে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা উর্ধ্বে রয়েছে। আপনারা সবাই সাবধান হন। খাদ্য তালিকায় রয়েছে, চাল, ডাল, লবন, আলু ও তেল। এ সময় ১০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কুষ্টিয়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন