শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনে করোনা রোগীদের চিকিৎসা শুরু

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ২:৫৮ পিএম

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত ১৫ তলা ভবনের প্রথম এবং দ্বিতীয় তলায় করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়েছে। আজ সোমবার সকালে এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, পৌর মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক জানান টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ১৫ তলা বিশিষ্ট ভবনটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। হাসপাতাল ভবন উদ্বোধনের আগেই দেশে করোনা দুর্যোগ শুরু হওয়ায় এই হাসপাতাল ভবনের প্রথম ও দ্বিতীয় তলা করোনা রোগীদের চিকিৎসা কাজে  সাময়িকভাবে ব্যবহার করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন