শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটির গার্ডের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ৪:২২ পিএম

চট্টগ্রাম সীতাকুণ্ড বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সিকিউরিটি গার্ডের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মোঃ আবদুল মান্নান(৫০) ওই ইউনিয়নের নডালিয়া গ্রামের মৃত নুর আহমেদের ছেলে। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে অবস্থিত কেএসআরএম কারখানায় সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। (২ আগষ্ট) সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড পিএইচপি গেইট এলাকায় এঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল মান্নান তার কাজ শেষে সকালে সাইকেল যোগে বাড়ি ফেরার উদ্দেশ্যে পিএইচপি গেইট এলাকার রাস্তা পার হচ্ছিলেন। এসময় চট্টগ্রাম অভিমূখি একটি দ্রুতগামী হাইচ গাড়ি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারাত্বক আহত হন। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।সেখানে নেয়ার পরেই তিনি মারা যান । সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক ইনকিলাবকে বলেন, উপজেলার পিএইচপি গেইটের সামনে সকাল সাড়ে ৭টার সময় আবদুল মান্নান নামের এক সিকিরিউটি গার্ড রাস্তা পার হচ্ছিলেন। এসময় চট্টগ্রাম মূখি একটি হাইচ গাড়ি তাকে চাপা দিলে গুরুত্বর আহত তিনি। তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সাথে সাথে সকাল ৯টার সময় তিনি মারা যান।এঘটনায় হাইচ গাড়িটি আটক করা হয় ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন