মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাঁদপুরে করোনা আক্রান্ত ১০ হাজার ছাড়াল

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২১, ৬:২৭ পিএম

চাঁদপুরে করোনাভাইরাস ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১১জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন। বাকি ৮জন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে।

একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৬৭ জন। ফলে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২১৮ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ৮৭৭ জন। আর চিকিৎসাধীন তিন হাজার ১৭০ জন। জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮৯৯টি নমুনা পরীক্ষার বিপরীতে ৩৬৭ জনের রিপোর্ট পজেটিভ আসে। শনাক্তের হার ৪০ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১৫৬ জন, হাজীগঞ্জে ৩০ জন, ফরিদগঞ্জে ৪৮ জন, মতলব দক্ষিণে ৪৪ জন, কচুয়ার ২৩ জন, শাহরাস্তিতে ৫৬ জন, মতলব উত্তরে ১২ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন