বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রণোদনা দিতে হবে

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ১২:০৪ এএম

বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরাতে মধ্য ও ক্ষুদ্র ব্যবসায়ীরা লড়ে যাচ্ছে। করোনা মহামারিতে এই ব্যবসায়ীদের মধ্যে অনেকে আর্থিক সংকটে রয়েছে। মহামারির প্রথম লকডাউন কাটিয়ে উঠতে না উঠতেই আবার তৃতীয় ধাপের লকডাউন চলছে। এমন অবস্থায় বিশেষ করে ক্ষুদ্র এবং মধ্য আয়ের ব্যবসায়ীরা লোকসানে পড়েছে। তাদের দোকান ভাড়া, কর্মচারীদের বেতন, অনেকের ব্যাংকের ঋণসহ নানামুখী সংকটে পড়েছেন। সুতরাং এমন অবস্থায় সরকারের উচিত, এই খাতের উপর নজর প্রদান এবং প্রণোদনা ঘোষণা করা।
ইফাত ইসলাম শাহীন
শিক্ষার্থী, ঢাকা কলেজ।

 

ডেঙ্গু রোধে পদক্ষেপ চাই
বাংলাদেশ এখন করোনা মোকাবিলায় সবচেয়ে কঠিন অবস্থা পার করছে। প্রতিদিনই শনাক্ত ও মৃত্যুর সংখ্যা রেকর্ড পরিমাণে বাড়ছে। তারমধ্যে এখন ডেঙ্গু জ্বরের প্রকোপ মারাত্মক হারে দেখা দিচ্ছে। বাংলাদেশে সারা বছরই ডেঙ্গু থাকে, তবে তা খুবই অল্প, বর্ষাকালেই এটা বাড়ে। বাংলাদেশে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হয়। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই চারটি মাসকে ডেঙ্গুর মূল মৌসুম বলা হয়। সেই অনুযায়ী চলতি ডেঙ্গুর মৌসুমে করোনার মধ্যে প্রতিদিনই রোগী বাড়ছে হাসপাতালে। করোনা ও ডেঙ্গু উভয়টির উপসর্গ জ্বর। তাই সাধারণ জ্বর হলেই ভয়ে অনেকে অস্থির হয়ে যায়। আতঙ্কে ভেঙ্গে পড়ে। মানুষের মনে সৃষ্ট হওয়া এই ডেঙ্গু আতঙ্ক দূর করতে হবে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি ডেঙ্গুবিস্তারে দায়ী এডিস মশা নির্মূলে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সেই সাথে ডেঙ্গু আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি।
রাশেদ বিন শফিক
রাজনগর, মৌলভীবাজার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন