বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফের বিক্ষোভে উত্তাল জার্মানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

আবারো বিক্ষোভে উত্তাল জার্মানি। করোনা বিধিনিষেধের নামে স্বাধীনতা ও জনগণের অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি সরকারের স্বৈরাচারী আচরণের অভিযোগে মার্কেল প্রশাসনের বিরুদ্ধে সমাবেশের ডাক দেয় বিকল্প চিন্তার কয়েকটি সমমনা সংগঠন। এই সময় পুলিশের সাথে সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। গ্রেফতার করা হয় ছয় শতাধিক বিক্ষোভকারীকে। করোনার কারণে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ। জার্মানির আদালতের এমন রায়কে বুড়ো আঙুল দেখিয়ে রোববার রাজধানী বার্লিনে করোনা বিধি-বিরোধী সমাবেশ করেছে বিকল্প চিন্তা ও সমমনা নানা সংগঠন। রাজধানী বার্লিনের বিভিন্ন সড়কে করোনা বিধি-বিরোধী এই সমাবেশে ছিল না মাস্কের কোনো বালাই, মানা হয়নি কোনো রকম সামাজিক দূরত্ব। এক পর্যায়ে উত্তেজিত সমাবেশকারীরা আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে লক্ষ্য করে বোতল ও ইট পাটকেল ছুড়লে বেঁধে যায় ভয়াবহ সংঘর্ষ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় বিক্ষোভাকারীদের ছত্রভঙ্গ করতে সমাবেশকারীদের উপর মৃদু লাঠিচার্জ করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। শৃংখলা ভঙ্গের অভিযোগে আটক করা হয় কমপক্ষে ছয় শতাধিক বিক্ষোভকারীকে। এদিন বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃংখলা বাহিনীর কমপক্ষে আড়াই হাজার সদস্য ছিলেন তৎপর। এদিকে ক্রমশ আতঙ্ক ছড়ানো ডেল্টা ভ্যারিয়েন্টকে রুখতে আগস্টের প্রথম দিন থেকেই প্রতিবেশী ৯টি দেশের সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে জার্মানি। ছুটি কাটিয়ে দেশে ফেরা কিংবা মালবাহী পরিবহন চালক যারা করোনার টিকা নিয়েছেন কিংবা সেরে উঠেছেন তাদের ছাড়া ১২ বছরের ঊর্ধ্বে করোনার নেগেটিভ সার্টিফিকেট ছাড়া অনুপ্রবেশকারীদের গুনতে হবে কমপক্ষে ২৫ হাজার ইউরো জরিমানা। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন