বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বসুন্ধরাকে ছাড়াই চলবে বিপিএল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

ঈদুল আযহা ও কঠোর লকডাউনের কারণেঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রায় একমাস স্থগিত ছিল। অনেক নাটকীয়তার পর বিরতি শেষে আজ থেকে অবশেষে মাঠে গড়াচ্ছে বিপিএলের দ্বিতীয় পর্বের খেলা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো নতুন সূচী অনুযায়ী এদিন বিকাল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের মুখোমুখি হবে পুরাণ ঢাকার দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। একই দিন বিকাল ৪টায় কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উত্তর বারিধারা ক্লাব খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও কমলাপুর স্টেডিয়াম ছাড়াও ৫ আগস্টের পর কিছু খেলা বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজনের চেষ্টা করছে বাফুফে।
এদিকে এশিয়ান ফুটবল কনফেডাশেন (এএফসি) কাপের গ্রুপ পর্বে অংশ নিতে আগামী ১৩ আগস্ট মালদ্বীপ যাবে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তবে বাফুফে জানিয়েছে, বসুন্ধরা কিংস মালদ্বীপ গেলে তাদের ম্যাচগুলো ছাড়া বিপিএলের অন্য খেলাগুলো যথারীতি চলবে। পরশু বাফুফের পেশাদার লিগ কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ক্লাবগুলো একমত হয়েছে আগস্টের মধ্যেই বিপিএলের খেলা শেষ করতে। ঐদিনই বাফুফে ঘোষণা দেয় যে, আজ থেকে যথারীতি লিগ চলবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন