বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মঠবাড়িয়ায় বিরল প্রজাতির ‘সাকার ফিস’ ধরা পড়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ৬:০২ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের বিদুৎ সাওজাল (৩৫) নামে এক সৌখিন জেলের জালে মঙ্গলবার সকালে “সাকার ফিস” নামে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। ১৬ ইঞ্চি লম্বা ও ৮০০ গ্রাম ওজনের বিরল প্রজাতির এ মাছটি দেখতে উৎসুক জনতা তার বাড়িতে ভীর জমায়। বিদুৎ সাওজাল মঠবাড়িয়া পৌর শহরের ৭.৮.৯ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনের কাউন্সিলর মঞ্জু রানীর ছেলে।
বিদ্যুৎ সাওজাল জানান, সম্প্রতি অব্যহত ভারী বর্ষণে বাড়ির সামনের ডোবা পানিতে ডুবে গেলে শখের বসে জাল ফেললে বিরল প্রজাতির ‘সাকার ফিস’ নামের মাছটি জালে ধরা পরে।
মঠবাড়িয়া উপজেলা সিনিযর মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম জানান, ‘সাকার ফিস’ নামের বিরল প্রজাতির মাছটি বন্যার পালিতে ভেসে এসেছে। মাঝে-মাঝে এধরনের মাছ আটক হবার খবর পাওয়া যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন