শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

প্রবল বৃষ্টিপাত ভূমিধসে চীনে নিহত এক নিখোঁজ ৩৩

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের পূর্বাঞ্চলীয় জেজিয়াং প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট দুটি ভূমিধসে একজন নিহত ও অন্তত পক্ষে ৩৩ জন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে শুধু সুইচ্যাং কাউন্টির সুকুন গ্রামেই বেশ কয়েকটি বাড়ি ভেসে গিয়ে ২৬ জন নিখোঁজ হয়েছেন। তবে, এই ভূমিধস থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি পানির তোড়ে নিচের দিকে নেমে আসছে। টাইফুন মেগির প্রভাবে এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হয়েছে। প্রবল বন্যা সৃষ্টির হওয়ার কারণে প্রায় ১০ লাখ বাড়িঘর, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে টাইফুন মেগি পূর্ণশক্তি নিয়ে তাইওয়ানে আঘাত হানলে চারজনের প্রাণহানি হয়। আর এরপরই মেগি চীনের মূল ভূখ-ে গিয়ে আঘাত হানে। দেশটির ফুজিয়ান প্রদেশে এই টাইফুনের আঘাতে অন্ততপক্ষে একজন নিহত হয়েছেন। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন