বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনা বিভাগে আগ্রহ বাড়ছে ২০ দিনে টিকা নিয়েছে ৪ লাখ মানুষ

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

দক্ষিণাঞ্চলের দশ জেলায় সাধারণ মানুষের মধ্যে করোনার টিকা গ্রহণে আগ্রহ বেড়েছে। উৎসবমুখর পরিবেশে তারা কেন্ত্রে গিয়ে এ টিকা গ্রহণ করছেন। ১০ জেলার মধ্যে সর্বোচ্চ টিকা গ্রহণ করেছেন কুষ্টিয়া ও যশোরে। সর্বনিম্ন অবস্থানে রয়েছে নড়াইল। গত বিশ দিনে বিভাগ জুড়ে সিনোফার্ম ও মর্ডানার টিকা গ্রহণ করেছেন ৪ লক্ষাধিক মানুষ।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা যায়, গত ১২ জুলাই থেকে দেশে দ্বিতীয় দফায় মানুষের মাঝে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এসময় জেলা পর্যায়ে মানুষকে চীনের তৈরি সিনোফার্মের টিকা দেয়া হয়। তবে খুলনাসহ বিভাগীয় শহরে দেয়া হয় আমেরিকার তৈরি মডার্নার টিকা। গণটিকাদানের শুরুর দিকে মানুষ রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। এছাড়া সিনোফার্মের টিকায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা তা নিয়েও সন্দেহে ছিল।
কিন্তু বর্তমানে সেসব সন্দেহ কাটিয়ে টিকা গ্রহণ রীতিমত উৎসবে রূপ নিয়েছে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা স্বাস্থ্যকর্মীরা টিকাদানে ব্যস্ত থাকছেন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানায়, করোনা টিকা কার্যক্রম ফের শুরু হওয়ার পর গত ২০ দিনে খুলনা বিভাগের দশ জেলায় মোট চার লাখ ৯ হাজার ৭৮০ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এরমধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় ৬৬ হাজার ৩৩৯ জন ও যশোরে ৬৩ হাজার ৩১১ জন। সর্বনিম্ন নিয়েছেন নড়াইলে ১৭ হাজার ২৯৮ জন। এছাড়া খুলনা নিয়েছেন ৪৯ হাজার ৪২৮ জন, বাগেরহাটে ৪১ হাজার ২৪৮ জন, মাগুরায় ২৯ হাজার ৫৭৪ জন, সাতক্ষীরায় ৪৫ হাজার ৮২৭ জন, ঝিনাইদহে ৩৮ হাজার ৯৬৭ জন, চুয়াডাঙ্গায় ৩৪ হাজার ১৫১ জন ও মেহেরপুরে ২৩ হাজার ৬৩৭ জন টিকা নিয়েছেন।
এছাড়া খুলনায় মডার্নার টিকা নিয়েছেন ৩৪ হাজার ৭৪৯ জন। ইতিমধ্যে বিভাগের দশ জেলায় ভ্যাকসিন এসেছে পাঁচ লাখ ৭১ হাজার ৬শ’ ডোজ। দশ জেলায় বিপুল সংখ্যক মানুষকে এ টিকা প্রদানের পরও মজুদ রয়েছে এক লাখ ৬১ হাজার ৭৪৫ ডোজ। খুলনায় মডার্নার টিকা মজুদ রয়েছে ১৮ হাজার ৫১ ডোজ।
যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন বলেন, যশোরে করোনার টিকার কোন সমস্যা নেই। স্বাভাবিক নিয়মেই মানুষ এ টিকা পাচ্ছে। এখন ১৮ বছর বয়সিরাও টিকার আওতায় এসেছে। আগামী ৭ আগষ্ট থেকে সহজ নিয়মে ইউনিয়ন পর্যায়ে টিকা দেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন