বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম শুরু আজ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

নগরীতে মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম শুরু হচ্ছে আজ বুধবার। গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী জানান, ডেঙ্গু প্রতিরোধে নগরীর ৪১টি ওয়ার্ডে মাসব্যাপী এ বিশেষ অভিযান চলবে। প্রতিটি ওয়ার্ডে একমাসে তিনবার ওষুধ ছিটানো হবে। এর বাইরে নিয়মিত কার্যক্রমও চলবে। এভাবে মাসব্যাপী কার্যক্রমে ১০০জন জনবল সম্পৃক্ত থাকবে।
একই সাথে ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার কার্যক্রম চলবে। মশার ওষুধ ছিটানোর জন্য অত্যাধুনিক মেশিন সংগ্রহ করা হয়েছে। এই কার্যক্রমের সাথে সচেতনতা বৃদ্ধির জন্য এক হাজার ৫শ স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ২৫জন স্প্রেম্যান ওষুধ ছিটাবেন। এরআগে নগরীর ৫৭টি স্পটের মধ্যে ১৫টি স্পটে এডিস মশার লার্ভা শনাক্ত করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন