শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

থানায় রিমান্ডের আসামির রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

রাজধানীর উত্তরা পূর্ব থানা পুলিশের হেফাজতে রিমান্ডে থাকা এক আসামির রহস্যজনক মৃত্যু হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতারের পর পুলিশ লিটন (৪৫) নামে ওই আসামিকে দুই দিনের রিমান্ডে নেয়। রিমান্ডের প্রথম দিন গত সোমবার মধ্যরাতে থানার লকআপে ওই আসামি আত্মহত্যা করেন বলে দাবি পুলিশের।

নিহত লিটনের বাড়ি বগুড়ার কাহালু থানা এলাকায়। তার লাশ ময়নাতদন্তের জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

উত্তরা পূর্ব থানা জানায়, গত ৩১ জুলাই র‌্যাব-১ এর একটি দল উত্তরা বিডিআর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৮ পিস ইয়াবাসহ লিটনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকের মামলা দেয়া হয়। তাকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত সোমবার রিমান্ডের প্রথম দিন শেষে রাতে তিনি আত্মহত্যা করেন।

ডিএমপির উত্তরা বিভাগের এডিসি তাপস কুমার দাস জানান, লিটন নামে ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। লকআপের ভেতরে থাকা কম্বল ছিঁড়ে ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। লকআপের ভেতরে সিসিটিভি ক্যামেরা আছে। এ ঘটনায় উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার তাপস কুমার দাসকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাইসহ সংশ্লিষ্টদের বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রস্তুত করবে বলেও জানান তিনি।

পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা এই ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছি। সেখানে দেখা যায়, রাত আনুমানিক ২টার পর ওই আসামি হাজতে থাকা কম্বল ছিঁড়ে ফেলে। সেই টুকরা নিয়ে হাজতের ভেতরের টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাত সাড়ে ৩টার দিকে পুলিশ এবিষয়ে জানতে পেরে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন