শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতে আবারো বেড়েছে করোনা সংক্রমণ : মৃত্যু ছাড়িয়েছে সোয়া ৪ লাখ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ১০:৩১ এএম

ভারতের নদীর ঢেউয়ের মতো করোনাভাইরাস উঠানামা করছে। প্রতিদিন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এদিকে বিরোধী নানা সমালোচনার মুখেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছেন না করোনা রোধে।

মঙ্গলবার দেশটিতে করোনা ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা এক ধাক্কায় প্রায় ১০ হাজার কমেছিল। তবে এর পরদিনই দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৪০ শতাংশ। বেড়েছে প্রাণহানির সংখ্যাও। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার হার কমেছে। ফলে দেশটিতে আবারও বেড়েছে সক্রিয় রোগী।

বুধবার (৪ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৬২৫ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা এক লাফে বেড়েছে ১২ হাজারের বেশি। যা মঙ্গলবারের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ১৩২ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে ১৪০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২৫ হাজার ৭৫৭ জন।

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের সংখ্যায় বুধবার ফের ফিরে এসেছে উল্টো চিত্র। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ফের বৃদ্ধি পেয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন