মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নিতে বালু ভরাট

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি দখল নিতে জোরপূর্বক বালু ভরাট করছে উপজেলার মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ ও সংরক্ষিত মহিলা মেম্বার রেহানা আক্তার। এ ঘটনায় জমির মালিক দড়িকান্দি এলাকার মৃত আশরাফ উল্লাহর ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন। এদিকে ব্রাহ্মণগাঁও মৌজার ৩টি খতিয়ানে ২ দশমিক ৩৪ একর জমি বেচা-বিক্রি ও আকার-আকৃতি পরিবর্তন না করার জন্য বিবাদীদের বিরুদ্ধে হাইকোর্টের আদেশ রয়েছে। এ ব্যাপারে সম্পত্তিতে একাধিক গণবিজ্ঞপ্তির সাইনবোর্ড রয়েছে। জমির মালিক মোশারফ হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একাধিক জিডিও করেছেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে দেয়া অভিযোগ থেকে জানা যায়, মেসার্স আশমিনা ফেব্রিক্স প্রাঃ লিমিটেড নামে একটি আধুনিক টেক্সটাইল মিল স্থাপনের জন্য মোশারফ হোসেন পাকা বিল্ডিং স্থাপন করেন। বিল্ডিংয়ের পাশে পানি উন্নয়ন বোর্ডের জমিতে ড্রেজার বসিয়ে মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার রেহেনা আক্তারের নির্দেশে বালু ভরাট করছে। ফলে আশমিনা ফেব্রিক্সের সম্পত্তিও বালু দিয়ে ভরাট করে দখলে নেয়ার পাঁয়তারা করছেন। আলমাছ বাহিনীর লোকজন এলাকায় প্রকাশ্যে শটগান নিয়ে ঘোরাফেরা করছে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তোফায়েল আহমেদ আলমাছ অপরাধ কর্মকা- চালিয়ে যাচ্ছে। অভিযোগ থেকে আরো জানা যায়, নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. সোহাগ হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পানি উন্নয়ন বোর্ডের জমিসহ গত ২৪ আগস্ট স্যামরন পেপার মিলের মালিক মোহাম্মদ হোসেনের কাছ থেকে ৮৭ শতাংশ জমি ক্রয় করেন। পরে মো. সোহাগ ওই জমিতে বালু ভরাট কাজের দায়িত্ব দেন মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ ও ইউপি সদস্য রেহেনা আক্তারকে। জমির মালিক মোশারফ হোসেন জানান, পৈতৃক সম্পত্তি প্রায় ৭৫ বছর ধরে ভোগদখল করে আসছি। ওই সম্পত্তি দখলে নিতে জোরপূর্বক বালু ভরাট করে আসছে তোফায়েল আহমেদ আলমাছ। বাধা দিলে প্রাণনাশসহ হত্যা, ডাকাতি, চাঁদাবাজি মামলায় জড়ানোর হুমকি দেয়। সম্পত্তির আশপাশে আলমাছের সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করে। সন্ধ্যা নেমে এলেই ড্রেজারের মাধ্যমে বালু ভরাট শুরু করে। ভোর রাতে ড্রেজার বন্ধ করে রাখে। আমরা এখন সপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতকি)-কে জানালে হাইকোর্টের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছকে বালু ভরাটসহ কোনো কাজ না করার জন্য নিষেধ করেন। হাইকোর্ট ও সংসদ সদস্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বালু ভরাটের কাজ অব্যাহত রেখেছেন আলমাছ। এ ব্যাপারে তোফায়েল আহমেদ আলমাছ জানান, বালু ভরাট করলে পাশের জমিতে বালু পড়তেই পারে। তবে কারো জমি দখলের জন্য বালু ভরাট করা হচ্ছে না। তাছাড়া আমাদের জমিতে কোনো মামলা সংক্রান্ত জটিলতা নেই। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালু ভরাট কাজ বন্ধ করে দিয়েছে। পুলিশ চলে আসার পর রাতের বেলা বালু ফেলতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন