শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে আরো দুই ডেঙ্গু রোগী শনাক্ত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ১২:১২ পিএম

নগরীতে আরও দুই ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তারা চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজন নারী ও একজন বৃদ্ধ। একজনের শারীরিক অবস্থা ভালো হলেও অন্যজনের রক্তের প্লেটলেট কমে যাওয়ায় এখন পর্যন্ত শঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুই জনের মধ্যে একজন নগরীর চন্দনপুরা এলাকার ৬৩ বছরের বৃদ্ধ, অন্যজন নগরীর হালিশহর এলাকার ২৮ বছর বয়সী এক নারী। এর আগে গত জুলাই মাসে চট্টগ্রামে দুইজন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগতত্ত্ব বিভাগ) ডা. নুরুল হায়দার। যাদের মধ্যে নগরীর লালখান বাজারের ২৫ বছর বয়সী এক তরুণী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে নগরীর আকবরশাহ এলাকার অন্য রোগীটি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন