সুন্দরবনে প্রজনন মৌসুমে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। তারপরও এক শ্রেণীর জেলে ও ব্যবসায়ীরা গোপনে মাছ শিকার করছে। নিষেধাজ্ঞা অমান্য করে পূর্ব সুন্দরবন থেকে শিকার করা বিপুল পরিমাণ চিংড়ি মাছসহ একটি নৌকা জব্দ করেছে বনবিভাগ। আজ বুধবার ভোর ৪ টার দিকে বনের জোংড়া সংলগ্ন পশুর নদীতে অভিযান চালিয়ে এ মাছ ও নৌকা জব্দ করা হয়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ’র এসিএফ (সহকারী বন সংরক্ষক) মোঃ এনামুল হক জানান, জুন, জুলাই ও আগষ্ট এই তিন মাস সুন্দরবনে মাছের প্রজনন মৌসুম। তাই এ সময়ে বনের অভ্যন্তরে মাছ ধরায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্য্রাত থেকে আজ ভোর পর্যন্ত সুন্দরবনের জোংড়া সংলগ্ন পশুর নদীতে অভিযান চালায় বনপ্রহরীরা। এ সময় অভিযানকারীরা ওই এলাকায় মাছ বহনকারী একটি নৌকা দেখতে পায়।
অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ৩/৪ জন লাফিয়ে বনের ভিতরে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকা থেকে ৮ মণ চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত মাছ কেরোসিন মিশিয়ে মাটি চাপা দেয়া হয়েছে। নৌকাটি ভেঙে ফেলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন