শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে করোনায় ১৭ থেকে একদিনে মৃত্যুর সংখ্যা ২০ জনে, শনাক্ত ৭১৫

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ৪:৫৭ পিএম

একদিনে ১৭ থেকে ২০ এর ঘরে গেল সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুও সংখ্যা। এর আগে সিলেট বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল ১৭ জনের। এদিকে একই সময়ে বিভাগের ১ হাজার ৯১০ নমুনা পরীক্ষা করে নতুন ৭১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের অস্তিত্ব। শনাক্তের হার ৩৭ দশমিক ৪৩ শতাংশ। আজ বুধবার (৪ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক এক প্রতিবেদন বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটে ৪৫৪ জন, সুনামগঞ্জে ৯৭, হবিগঞ্জে ৩৮ এবং ১২৬ জন শনাক্ত হয়েছেন মৌলভীবাজারে। সব মিলে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৩০ জন। এদিকে, স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন সহ সিলেটে মারা গেছেন ১৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ জন ও হবিগঞ্জে ১ জন মারা গেছেন। সর্বশেষ গত ২৮ ও ৩০ জুলাই ১৭ জন করে মারা যান। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৭৪৮ জন। এর মধ্যে সিলেট সর্বোচ্চ ৫৯৬ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৫ জন এবং ৬১ জন মারা গেছেন মৌলভীবাজারে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৫৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট ১৪১ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ৫ জন এবং ৮ জন রয়েছেন মৌলভীবাজার। এনিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৬৭ জন রোগী। এর মধ্যে সিলেট বিভিন্ন হাসপাতালে ৩২৬ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬৫ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৬ জন ও ৩০ জন চিকিৎসাধীন আছেন মৌলভীবাজারের হাসপাতালে। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে করোনা থেকে মুক্তি পেয়েছেন ৩০৩ জন। এনিয়ে বিভাগে সুস্থ হয়ে ওঠেছেন ৩১ হাজার ৯৭৩ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন