মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

স্থানীয় সরকার শক্তিশালীকরণে কমিটি গঠন

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা

স্থানীয় সরকার শক্তিশালীকরণের লক্ষ্যে ৬নং করিমপুর ইউনিয়ন পরিষদের ১৩টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার পরিষদের অস্থায়ী কার্যালয়ে পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ড মেম্বার আজিজুর রহমান, ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুর রব রিপন, ৪নং ওয়ার্ড মোঃ এওয়ার হোসেন, ১নং ওয়ার্ড মেম্বার জাবির নূর আহমদ চৌধুরী, ৩নং ওয়ার্ড মেম্বার জুয়েল আহমদ, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ রুবেল মিয়া, ৮নং ওয়ার্ড মেম্বার সুকেশ বর্মণ, ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ সরাফত আলী, ১নং সংরক্ষিত আসনের ওয়ার্ড মেম্বার মোছাঃ রিমা চৌধুরী, ২নং সংরক্ষিত আসনের ওয়ার্ড মেম্বার মোছাঃ সেলু বেগম, ৩নং সংরক্ষিত আসনের ওয়ার্ড মেম্বার মালতী রানী দাস, সাবেক মেম্বার আবুতাহের মিয়া, ব্র্যাকের মোঃ রফিকুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার ও সজল দাস তালুকদার প্রমুখ। পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদারকে আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও প্রত্যেক মেম্বারকে একটি কমিটির সভাপতি করে ১৩টি গঠন করা হয় এবং প্রত্যেক কমিটিতে ৭ জন সদস্য নেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন