বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রংপুর বিভাগে আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৫৭ জন

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ৭:৫৪ পিএম

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৫৭ জনের। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৯৭৮ জনে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের ৮ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৪ জন। এদের মধ্যে রংপুরে ৪ জন, নীলফামারীতে ২ জন, কুড়িগ্রামে ২ জন, দিনাজপুরের ৩ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন।

একই সময়ে বিভাগে ১ হাজার ৭৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুরের ১৬৯ জন, কুড়িগ্রামের ৮৩ জন, নীলফামারীর ৬২ জন, ঠাকুরগাঁওয়ের ৫৯ জন, পঞ্চগড়ের ৫৯ জন, দিনাজপুরের ৫৫ জন, গাইবান্ধার ৪৪ জন ও লালমনিরহাটের ২৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ৩২ দশমিক ৭ শতাংশ।
বিভাগে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৮ জনে। এর মধ্যে রংপুরে ২১৬ জন, নীলফামারীতে ৭১, লালমনিরহাটে ৫৬, কুড়িগ্রামে ৫৬ জন, গাইবান্ধায় ৫০ জন, দিনাজপুরে ২৭৯ জন, ঠাকুরগাঁওয়ে ১৮৯ এবং পঞ্চগড়ে ৬১ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৯ জন।

বিভাগের এখন পর্যন্ত ৪৬ হাজার ৪৮৬ জন শনাক্তের মধ্যে দিনাজপুরে ১২ হাজার ৯৮০ জন, রংপুরে ১০ হাজার ৩৭১২ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৩০২ জন, গাইবান্ধায় ৩ হাজার ৯৯৫ জন, নীলফামারীর ৩ হাজার ৮০৩ জন, কুড়িগ্রামের ৩ হাজার ৭৮৩ জন, লালমনিরহাটের ২ হাজার ৩২৭ জন এবং পঞ্চগড়ের ২ হাজার ৯২৫ জন রয়েছেন।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ২২ হাজার ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন