শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

করোনায় আক্রান্ত ১০১৩ জনকে দাফন করেছে ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর নির্দেশে দলে স্বেচ্ছাসেবী কর্মীরা সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করা নারী-পুরুষ, ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষদের দাফন-কাফন, ফ্রি অক্সিজেন বিতরণ, মাস্ক বিতরণ, রক্ত প্রদান সেবা ও খাদ্য বিতরণের মতো কাজ নিরলসভাবে চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বিভিন্ন জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর স্বেচ্ছাসেবী কর্মীরা করোনায় আক্রান্ত হয়ে মৃত ১০১৩ জনকে গোসল ও দাফন কাফন সম্পন্ন করেছে। ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ঠাকুরগাঁও জেলায় করোনায় মৃত ২৫৫ জনকে গোসল দাফন কাফন করেছে। চাঁদপুর জেলা ২১৩ জনের লাশ গোসল ও দাফন কাফন কার্যক্রম পরিচালনা করেছে। বরিশালে চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস ২৫০ জনের মতো মানুষকে ফ্রি অক্সিজেন বিতরণ করেছে। একই জেলায় করোনায় মৃত ১৭৯ জন গোসল ও দাফন-কাফন সম্পন্ন করা হয়েছে। ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস এর ব্যবস্থাও করা হচ্ছে। খুলনা মহানগরে করোনায় মৃত ৯০ জনের গোসল,দাফন-কাফন করা হয়েছে।
অক্সিজেন দিয়েছে তিন শতাধিক লোককে, আমাদের রক্ত সেবা চালু রেখে ৫০ জন ব্যক্তিকে রক্ত দেয়া হয়েছে, ৬ শতাধিক কর্মক্ষম অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকা জেলা দক্ষিণ এর আওতাধীন দোহার থানয় এখন পর্যন্ত করোনায় মৃত ৩৮ জনকে দাফন কাফন করা হয়েছে। এছাড়া বাগেরহাটে করোনায় আক্রান্ত হয়ে মৃত ১০ জন, নোয়াখালীর বেগমগঞ্জে ৪০ জন, কুমিল্লা জেলা দক্ষিণে ৬৭ জন, যশোর জেলায় ২৫ জন, সিলেট জেলা ১৪ জন, পটুয়াখালী জেলায় ২১ জন, বগুড়া জেলায় ৪ জন, পিরোজপুর জেলা ১ জন, চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ জন, সিরাজগঞ্জে ৮ জন, গোপালগঞ্জে ৪৫ জন, ঝিনাইদহে ১ জন, চুয়াডাঙ্গায় ৮ জন, কুষ্টিয়ায় ১৫ জন, চ্ট্টগ্রাম মহানগরে ২৩ জন এবং ব্রাহ্মনবাড়িয়া জেলায় মৃত ৫ জনের দাফন কাফন সম্পন্ন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন