বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সামাজিক দুর্গ গড়ে তোলার আহবান মুসলিম লীগের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সর্বদলীয় সামাজিক দূর্গ গড়ে তোলার আহবান জানিয়েছে মুসলিম লীগ (বিএমএল)। এক ভার্চুয়াল আলোচনা সভায় দলটির নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ করোনাকালীন স্থবিরতায় কর্মহীনদের পরিবার হাহাকারের মাঝে দিনাতিপাত করছে। করোনার করাল গ্রাসে কোটি কোটি পরিবার ইতোমধ্যে দরিদ্রসীমার নীচে নেমে গেছে।

দ্রুত টিকা দেয়ার আহবান জানিয়ে তারা বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ১৮ বছর বয়স অবদি নাগরিকদের গণটিকার আওতায় এনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন সাপেক্ষে কর্মচাঞ্চল্য সৃষ্টি ও অব্যাহত রাখা একান্ত প্রয়োজন। নচেৎ জীবন-যাপনে হাহাকার আরো তীব্র আকার ধারণ করার আশঙ্কা রয়েছে। জীবন-জীবিকা যেখানে প্রধান ও মুখ্য বিষয় সেখানে বাস্তবতার সাথে সম্পর্কহীন যে কোন বক্তব্য জনগণ প্রত্যাখ্যান করতে বাধ্য হবে।

বাংলাদেশ মুসলিম লীগ- বিএমএল নির্বাহী সভাপতি এবিএম ফাখরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল ঈদ পুণর্মিলনী আলোচনা সভায় অংশগ্রহণ করেন দলীয় মহাসচিব এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট আখতার জাহান রুকু, চেয়ারম্যান আজিজুর রহমান লিটন, সরোয়ার-ই-আলম খান, এমএ মোমিন, সহ-সম্পাদক মোশারফ হোসেন তারা, দলীয় নেতা মো. জিয়াউর রহমান জিয়া ও মো. হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারীর মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে ঈদ-উল আযহার পর পরেই চামড়া ব্যবসায় পরিকল্পিতভাবে ধস নামানো হয়েছে। কিশোর গ্যাং এর দৌরাত্ব অনেকটা অপ্রতিরোদ্ধ পর্যায়ে পৌঁচেছে। কালো টাকা সাদা করার সুযোগে এক শ্রেণীর লোক ধনী হচ্ছে, অপর দিকে কর্মহীনদের মাঝে চাপা হাহাকার বিরাজ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন