শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

নারী উদ্যোক্তাদের জন্য ৫ শতাংশে ঋণ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ৮:১৯ এএম

নারী উদ্যোক্তাদের ব্যবসার অর্থায়নের সুবিধার্থে তাদের জন্য ঋণের সুদহার কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এখন থেকে বাংলাদেশ ব্যাংকের ‘স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃ অর্থায়ন স্কিম’এর আওতায় নারীরা ৫ শতাংশ সুদে ঋণ পাবে। আগে এ ঋণের সুদহার ছিল ৭ শতাংশ।
এ ঋণের অর্থ বাংলাদেশ ব্যাংক থেকে দশমিক ৫ শতাংশ সুদে টাকা নিতে পারবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। আগে এ পুনঃ অর্থায়নের স্কিমের টাকা নিতে ব্যাংকগুলোকে সুদ দিতে হতো ৩ শতাংশ। বুধবার (৪ ৪(আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২০২৪ সালের মধ্যে এসএমই খাতের ঋণের কমপক্ষে ১৫ শতাংশ নারী উদ্যোক্তাদের দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। একইভাবে নারী উদ্যোক্তাদের স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় অগ্রাধিকার ভিত্তিতে পুনঃ অর্থায়নসুবিধা দেওয়া হয়। পরবর্তীকালে করোনা মহামারির কারণে নারী উদ্যোক্তাদের কাছে ঋণসুবিধা সহজে পৌঁছে দিতে সুদের হার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান পর্যায়ে ৩ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ পুননির্ধারণ করা হয়। বুধবার সেটি আবারও পুননির্ধারণ করা হয়েছে। নতুন নির্দেশনায় এ স্কিমের আওতায় পুনঃ অর্থায়নের সুদহার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পর্যায়ে শূন্য দশমিক ৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ নির্ধারণ করা হলো।
অর্থাৎ পুনঃঅর্থায়নের স্কিমের আওতায় এখন নারী উদ্যোক্তাদের ঋণ দিতে বাংলাদেশ ব্যাংক থেকে দশমিক ৫ শতাংশ সুদে টাকা নিতে পারবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। আর ওই টাকা নারী উদ্যোক্তাদের দেবে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
রেখা ৭ আগস্ট, ২০২১, ৯:৪১ পিএম says : 0
কোন কোন ব‍্যাংক থেকে পাওয়া যাবে।কি ভাবে পাওয়া যাবে।
Total Reply(0)
রেখা ৭ আগস্ট, ২০২১, ৯:৪১ পিএম says : 0
কোন কোন ব‍্যাংক থেকে পাওয়া যাবে।কি ভাবে পাওয়া যাবে।
Total Reply(0)
sirazul islam ৫ সেপ্টেম্বর, ২০২১, ৯:৫৯ পিএম says : 0
আমার জানবার বিষয় কোন ব্যাংক থেকে আমি এই লোন উত্তোলন করতে পারব
Total Reply(0)
শারমিন রাখী ২৪ সেপ্টেম্বর, ২০২১, ২:০৫ এএম says : 0
আমার কোন কিছু জামানত দেয়ার মতো নেই।আমি কিভাবে এই লোন পাবো???
Total Reply(0)
মৌসুমি ২৫ অক্টোবর, ২০২১, ৬:৩২ এএম says : 0
আমার দুইটা গাভী গরু আছে যার থেকে আমি ডেলি ৭-৮ লিটার দুধ পাই যা বিক্রয় করি প্রতি লিটার দুধ ৭০-৮০ টাকায়, এখন মল কথা হলো আমি চাই আমার এই ছোট খাট ফ্রাম টা কে বড় করতে আরো দু চার টা গাভী গরু ক্রয় করতে । আর আমি এই গাভী গরুর দুধ দিয়ে চিজের ব্যবসা করতে চাই ,,, কিন্তু এখন আমার কাছে গাভী কিনার টাকা নাই যদি কোন ব্যাংক লোন নিতে পারি তো আমি আমার ব্যবসায় সফল হতে পারতাম।
Total Reply(0)
রিনা আক্তার ১৭ মার্চ, ২০২২, ১১:০৯ এএম says : 0
আমি নতুন ব্যবসা শুরু করার জন্য লোন নিতে চাচ্ছি কম সুদে আমি একজন উদ্যোগতা হতে চাই কোথায় পাব লোন দয়া করে বলবেন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন