শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

বাংলাদেশে করোনা আক্রান্তদের ৯৮ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্টের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ১:০১ পিএম | আপডেট : ৩:০১ পিএম, ৫ আগস্ট, ২০২১

বাংলাদেশে কোভিড আক্রান্তদের মধ্যে ৯৮ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমতি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ। এর মধ্যে ১ শতাংশ সাউথ আফ্রিকান বা বেটা ভ্যারিয়েন্ট আর একজন রোগী পাওয়া গেছে মরিসাস ভ্যারিয়েন্ট বা নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট।
আজ (বৃহস্পতিবার) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসের জেনোম সিকুয়েন্সের ওপর গবেষণালব্দ ফলাফল অনুষ্ঠানে তিনি এসব তথ্য দেন। সারা দেশের ৩০০ কোভিড রোগীর ওপর গবেষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গবেষণায় দেখা গেছে ক্যান্সার, শ্বাসতন্ত্রের সমস্যা, ডায়বেটিস রোগীদের মধ্যে মৃত্যুহার বেশী।
এছাড়া, ষাটোর্ধ্বরা দ্বিতীয়বার সংক্রমিত হলে মৃত্যুঝুঁকি বেশি থাকে বলে জানান তিনি। শিশুরাও করোনা ঝুঁকিতে আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন