মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আফিফ-শামীমে মুগ্ধ পাপন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২১, ৬:৫০ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে মুশফিকুর রহিম আর তামিম ইকবালকে পাচ্ছে না বাংলাদেশ দল। লিটন দাসও খেলতে পারছেন না। তারুণ্য নির্ভর দল নিয়েই অজিদের মুখোমুখি হয়েছে টাইগাররা। তরুণ আফিফ হোসেন, শেখ মেহেদী হাসানরা যেভাবে পারফর্ম করছেন, তাতে সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতি বুঝতে দিচ্ছেন না। প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করে সফলতা এনে দিচ্ছেন শরিফুল ইসলামরা।

তরুণ ক্রিকেটারদের এমন আগ্রাসী মনোভাব বেশ মনে ধরেছে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের। আজ (বৃহস্পতিবার) গণমাধ্যম মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন পাপন।

তিনি বলেন, ‘শামীম, আফিফ, নাঈম, মেহেদী এরা তো এসব বড় খেলোয়াড়দের সামনে খেলা তো দূরে থাক, দেখা হয়েছে কি না সন্দেহ। আপনি মিচেল স্টার্ক, হ্যাজলউড, জাম্পা, ওদের টপ ক্লাস বোলার, ওদের বিপক্ষে প্রথমে নেমে সাহস করে খেলছে এটাই তো অনেক ব্যাপার। আগে তো খেলতে নামলেই আমরা ভাবতাম বাংলাদেশ হেরে যাবে। হারা মেনে নিয়েই খেলতাম।’

সঙ্গে যোগ করেন পাপন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর তরুণ ছেলেদের মধ্যে এই বিশ্বাসটা বেশি। ওরা কিন্তু মাঠে নামে জেতার জন্য, যার সাথে খেলুক ভয় পায় না।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের লড়াইয়ে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে স্পিন সহায়ক উইকেট বানিয়ে অজিদের ফাঁদে ফেলার ছকে এখন পর্যন্ত সফলই বলতে হবে স্বাগতিকদের। তবে বোলিং-ফিল্ডিংয়ে বাজিমাত করলেও বাংলাদেশ দলের ব্যাটিং বিভাগ এখনো নিজেদের সেরাটা দিতে পারেনি বলে মনে করালেন পাপন।

বোর্ড সভাপতির ব্যাখ্যা, ‘এখন আমার কাছে হার-জিতটা বড় কথা না। এই ছোট ছোট ছেলেগুলো যে সাহস নিয়ে মাঠে নামে, এটাই তো সবচেয়ে বড় কথা। ফিল্ডিং যে দেয় মনে হয় তাদের সমস্তটা দিয়ে ফিল্ডিং করছে। বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে কেউ আমাকে যদি বলে, সবথেকে বড় কৃতিত্ব দিতে বলে, আমি ফিল্ডিং এবং বোলিংকে দিব। ব্যাটিং কিন্তু ভালো হয়নি। আমাকে যদি বলেন ব্যাটিং নিয়ে, আমি বলব ব্যাটিং ভালো হয়নি। কিন্তু সামনে আশা করি ভালো হবে এরাও ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড়।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন