শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

শাহজালালে ৫৪ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী গ্রেফতার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ১২:০৫ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫৪ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতকাল বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলগামী ফ্লাইটের যাত্রী মামুনের কাছ থেকে ওই মুদ্রাগুলো জব্দ করা হয়। তার বিরুদ্ধে কাস্টমস ও ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়েছে। শুল্ক গােয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক তানভীর আহম্মেদ জানায়,¡ কাস্টমস গোয়েন্দার একটি দল বুধবার রাতেই বিমানবন্দরে অবস্থান নেয়।

এরপর রাত সাড়ে তিনটায় ইস্তাম্বুলগামী তার্কিশ এয়ারলাইন্সের (ফ্লাইট নং-টিকে ৭১৩) সন্দেহভাজন যাত্রী মামুন ব্যাপারীর ব্যাগেজ দ্বিতীয়বার স্ক্যানিং করা হয়। তখন সন্দেহ হলে ব্যাগেজ কাউন্টারে তল্লাশি করে এর ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় মােট ২ লাখ ৬২ হাজার সৌদি রিয়েল পাওয়া যায়। যার মূল্যমান বাংলাদেশি টাকায় ৫৩ লাখ ৭১ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে ওই যাত্রী মুদ্রাগুলো সংগ্রহের বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। এরপর তার বিরুদ্ধে কাস্টমস অ্যাক্ট ও ১৯৬৯ ধারায় বিভাগীয় মামলা এবং ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন