শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

পরীমণির বাসায় এতো মাদক কোথা থেকে আসল: পাবলিক প্রসিকিউটর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ১২:১০ এএম

দেশে যারা ভদ্র মুখোশধারী রয়েছেন তাদের খুঁজে বের করতে পরীমণিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আদালতকে জানান পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় পরীমণির বিরুদ্ধে হওয়া মাদক মামলার রিমান্ড শুনানিতে অংশ নিয়ে আবদুল্লাহ আবু বলেন, মামলার আসামি পরীমণির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ২ লাখ ১১ হাজার ৫০০ টাকা। এই মাদক কোথা থেকে আসল? তার উৎস কী? কে এই মাদক পাঠাল? মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।


শুনানিতে তিনি আরও বলেন, সরকার যেখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে, সেখানে পরীমণির বাসায় সর্বনাশা মাদক পাওয়া গেছে। দেশে যারা ভদ্র মুখোশধারী রয়েছেন তাদের খুঁজে বের করতে এ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হোক। শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মোঃ দলিলুর রহমান ৬ আগস্ট, ২০২১, ১:২৩ এএম says : 0
...গরম তেল ঢেলে দিন এবং ... রিমান্ড দিলেই খবর হবে কোথায় থেকে আসিয়াছে।
Total Reply(0)
মোঃ দলিলুর রহমান ৬ আগস্ট, ২০২১, ২:১৩ এএম says : 0
পরিমনির সাথে হাসানুলহক ইনু জড়িত আছে,যেহেতু সে তত্ত্ব মন্ত্রী সে সব কিছু জানে এবং পরিমনির সাথে বেবসা করেন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন