শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রামেক হাসপাতালে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৫

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ১০:১২ এএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮ জন। এছাড়াও করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছেন আরও ২ জন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে এই ১৫ জনের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সকালে এক প্রতিবেদনে জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ৮জন, চাঁপাইনবাবগঞ্জের ১জন, নাটোরের ২জন, নওগাঁর ১জন, পাবনার ২জন ও কুষ্টিয়ার ১জন। এদের মধ্যে ৭জন পুরুষ ও ৮জন নারী। যাদের ৭জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ১জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ২জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে ২জন। রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছে ৪৭ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ জন। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০৩ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৯ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ১৮২ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৪২ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৭৯ জন। হাসপাতাল পরিচালক জানান, বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৫২৯ জনের নমুনা পরীক্ষা করে ১২৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

যা আগের দিনের চেয়ে দশমিক শূন্য ১ শতাংশ কমে শনাক্তের হার ২৩ দশমিক ৮২ শতাংশ। যা আগের দিন বুধবার ছিল ২৩ দশমিক ৮৩ শতাংশ। এর আগে গত মঙ্গলবার ছিল ২৪ দশমিক ৯৩ শতাংশ, গত সোমবার ২৭ দশমিক ৭৪ শতাংশ, গত রোববার ২৭ দশমিক ১৭ শতাংশ, গত শনিবার ৩২ দশমিক ৭১ শতাংশ, গত শুক্রবার ২৪ দশমিক ৩২ শতাংশ ও গত বৃহস্পতিবার ২২ দশমিক ৮৮ শতাংশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন