বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

স্বাস্থ্য খাতে জনবল বাড়ানো জরুরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

করোনার ভয়াল থাবা থেকে বাঁচতে মানুষ উদগ্রীব হয়ে আছে টেস্ট এবং টিকা নিতে। সরকারি হসপিটালে উপচে পরা ভিড় লক্ষ করা যাচ্ছে টেস্ট এবং টিকা নেওয়ার জন্য। শতশত মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে হসপিটালের সামনে। আবার বেশ কিছু হসপিটালে নির্দিষ্ট সংখ্যক করোনা পরীক্ষা হয় বলে অনেককে এসে চলে যেতে হয়। যারা ফরম পূরণ করতে পারে তাদের আবার ভোরেই এসে সিরিয়াল দিতে হয়। টিকা এবং টেস্টের লাইন দিন দিন বড়ই হচ্ছে। কিন্তু সমস্যা যেটা মানুষের এই মুহুর্তে কোন প্রকার স্বাস্থ্যবিধী থাকে না। কেননা হসপিটালে সামনে বা ভেতরে পর্যাপ্ত যায়গা না থাকার ফলে গাদাগাদি করেই দাঁড়াতে হয় লাইনে। আবার ফর্ম পূরণ করা এক যায়গায়, জমা দেওয়া আরেক যায়গায়, সেম্পল নেওয়া হয় আরেক যায়গায়, সবগুলো ক্ষেত্রেই হচ্ছে দীর্ঘ লাইন। প্রত্যেকটা লাইনে বা ধাপে একাধিক লোকবল থাকলে অন্তত এতো সময় ক্ষেপণ হতো না। কিন্তু একাধিক লোকবল খুব চোখে পড়ে না। করোনা নিয়ে এখন আর কালক্ষেপণ করার সময় নেই। এখন উচিত বড় পরিকল্পনা নিয়ে বড় কোনো স্পেস নিয়ে হাজার হাজার মানুষের দৈনিক টিকার আওতায় আনা, নিয়মিত হাজার হাজার পরীক্ষা করা এবং অতিদ্রুত পরীক্ষার ফলাফল অনলাইনে অথবা মেসেজ দিয়ে অবগত করা। দেশের এই বিপদ কালীন সময়ে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ নজর দেওয়া উচিত। নির্বিঘ্নে সবাই যেন চিকিৎসা সেবা পায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
মো. সায়েদ আফ্রিদী
শিক্ষার্থী, ঢাকা কলেজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন