দুই ম্যাচ আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় সিক্ত টাইগাররা। টানা তিন ম্যাচ জিতে প্রথমবারের মতো যে কোনো ফরম্যাটের ক্রিকেটে অজিদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় করলো বাংলাদেশ। আজকের এই ইতিহাস গড়া জয়ের সঙ্গে সঙ্গেই যেন ফেসবুকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা শুরু হয়। ক্রিকেটপ্রেমীর একের পর এক অভিনন্দন জানাতে থাকেন টাইগারদের। সোশাল মিডিয়ায় যেন বইছে আনন্দের বন্যা।
আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। যে কোনো ফরম্যাটের ক্রিকেটে অজিদের বিপক্ষে এটা ছিল প্রথমবারের মতো সিরিজ জয়।
টাইগারদের অভিনন্দন জানিয়ে আকরামুল ইসলাম লিখেছেন, ‘‘অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সেরা সাফল্য। এখন আর আশা করি কোন দল বাংলাদেশকে সমিও করতে অন্তত একবার হলেও চিন্তা করব আশা করি এভাবেই জয়ের ধারা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আবারো মনের অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন এবং ধন্যবাদ বাংলাদেশ টিম কংগ্রাচুলেশন।’’
আনন্দ প্রকাশ করে ফারহানা ইয়াসমিন লিখেছেন, ‘‘প্রথম বারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় এটা সত্যিই আনন্দের বাংলাদেশের জন্য।
স্বপ্নের জয় ছিল আজ।। যে সব দল সর্বদা বাংলাদেশকে ছোট করে তাদের কে আজ জবাব দিয়ে দিল।। বাংলাদেশ সব দলকে হারানোর যোগ্যতা রাখে বার বার প্রমাণ হল।’’
অভি ইউনুস লিখেছেন, ‘‘অভিনন্দন বাংলাদেশ দল। অসহায় অস্ট্রেলিয়াকে চরম ধোলায় দিয়ে সিরিজ জিতে নিল বাংলা মায়ের বীর সন্তানেরা। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো বাংলাদেশের জন্য। সৌম্য সরকার তরে কিছু বল্লাম না তর খবর আছে।’’
আ ন ম আইয়ুব লিখেছেন, ‘‘এই পিচে ব্যাট করা কঠিনই ছিল। মাহমুদউল্লাহকে ধন্যবাদ তার ইনিংসটির জন্য এবং অবশ্যই তার দারুন ক্যাপ্টেন্সির জন্য।
যারা বিদ্বেষবশত মাহমুদউল্লাহকে গালিগালাজ করেন তারা একটু সংযত হয়ে কথা বইলেন। অভিনন্দন বাংলাদেশ দলকে এই মোড়লদের বিরুদ্ধে প্রথমবারের মতো টি-২০সিরিজ জয়লাভের জন্য।’’
বাংলাদেশ দলের প্রশংসা করে নাজমুল ইসলাম লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ! অভিনন্দন বাংলাদেশ ৩-০ তে অজিকে উড়িয়ে দেওয়ার জন্য। তাদের শত শত নিয়মের উচিৎ জবাব এই ম্যাচ গুলা জিতা। সত্যি অনেক ভালো লাগছে যা বলে বুঝানোর মত না। ইনশাআল্লাহ এ ধারাবাহিতা ধরে রাখলে একদিন আমরা অবশ্যই বিশ্বজয় করবো এবং কাছে মাথা উচু করে দাড়াতে পারবো।’’
এম এইচ এস ইমরানের মন্তব্য, ‘‘মুস্তাফিজ এবং অধিনায়ক মাহমুদুল্লা আজকের জয়ের কারণ। ব্যাটিং এ খেলা না ধরলে ১৩০ টাতেও যেতে পারত না।এদিকে ফিজ সাহেবের বলে তারা বেকুপ হয়ে যায়। যা হোক এখন যদি অজিরা বুঝে অহংকার পতনের মূল।না বুঝলে বেটারা ৫ টাডেই হারবে।এমনিতেই সবাই ফর্সা ফর্সা তারওপর হোয়াইট দিয়ে ওয়াশ করলে বিলাইয়ের চাইতে অবস্থা খারাপ হবে। দিসিলো শর্ত তারা খেলো গর্ত।’’
শাহারিয়া নুর লিখেছেন, ‘‘অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে-নিজেদের নৈপুণ্য দেখিয়ে সিরিজ জয়ের জন্য। আরও বেশি ধন্যবাদ জানাই অস্ট্রেলিয়ার দম্ভকে মাটিতে মিশিয়ে দেয়ার জন্য।’’
মোঃ মসিউর রহমান লিখেছেন, ‘‘আমার দেখা লাইফের সেরা ম্যাচ হয়ে থাকবে নিশ্চয়ই। আর এই সিরিজটা হবে বাংলাদেশের সর্বকালের সেরা সিরিজ জয়! অভিনন্দন বাংলাদেশ!’’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন