শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভোটের আমেজে যেন টিকা গ্রহনে সিলেটের মানুষ !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২১, ৫:০৫ পিএম

সিলেটসহ সারাদেশে গণটিকা কার্যক্রমের প্রথম দিন চলছে আজ। এই ক্যাম্পেইনের ছয় দিনে পর্যায়ক্রমে ৩২ লাখ মানুষকে দেয়া হবে করোনা টিকার প্রথম ডোজ। আজ শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে গণটিকাদান কর্মসূচীর প্রথম দিনে সিলেট নগরী ও জেলার উপজেলাগুলোর বুথগুলোতে টিকা নিতে আসা লোকজনের দেখা যায় দীর্ঘ লাইন। টিকা কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখে মনে হয়নি এখানে টিকাদান চলছে। মনে হয় সকাল থেকে মানুষের দীর্ঘ লাইন লেগে আছে যেন কোন ভোট কেন্দ্রের। সিলেটে গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের এমপি ড.এ কে আবদুল মোমেন। নগরীর ২৭টি ওয়ার্ডে ৮১টি কেন্দ্রে দেয়া হচ্ছে টিকা। একইভাবে সবকয়টি উপজেলা মিলিয়ে ১০০টি কেন্দ্রে দেওয়া হচ্ছে গণটিকা। দক্ষিণ সুরমার লালাবাজারস্থ লালাবাজার স্কুল এন্ড কলেজে সকালে গিয়ে দেখা যায় মানুষের দীর্ঘ লাইন। টিকা নিতে লাইনে দাঁড়িয়েছিলেন আফসানা বেগম। সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন টিকা নেন বেলা ১১টার দিকে। টিকা নিয়ে বলেন, লাইন দেখে মনে হচ্ছে ভোট দেওয়া আসছে মানুষ। পাশে থাকা আরেক টিকাগ্রহীতা জামিলা বেগম বলেন, সকাল ৯টার দিকে এসেছি। ভিড় ঠেলে অনেক কষ্টে দিতে পেরেছি টিকা। এত মানুষের মধ্যে করোনা ভ্যাকসিন নিতে এসে উল্টো করোনায় আক্রান্ত হওয়ারই সম্ভাবনা বেশি, এমন শংকা মনে দেখা দিচ্ছে। কেন্দ্রের একস্বেচ্ছাসেবক বলেন, আমরা চেষ্টা করেছি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে টিকা প্রদান করতে, কিন্তু মানছে না মানুষ নিয়মনীতি ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন